-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হিন্দুদের অধিকার কাড়ার জিদে শাহিনবাগে ধরনা হচ্ছে! বিস্ফোরক মন্তব্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের

- February 20, 2020

শিয়া সেন্ট্রাল বোর্ডের (Shia Central Board) চেয়ারম্যান ওয়াসিম রিজভি (Waseem Rizvi) নাগরিকতা সংশোধন আন আর এনআরসি এর বিরুদ্ধে দিল্লীর শাহিনবাগে (Shaheen Bagh) বসা ধরনার বিরুদ্ধে মুখ খুললেন। উনি বলেন শাহিনবাগের ধরনা অধিকারের দাবিতে লড়াই না, ওটা হিন্দুদের অধিকার ছিনিয়ে নেওয়ার জিদ। ওয়াসিম রিজভি বলেন, পাকিস্তান এর আগে আজমল কাসভ এর মতো জঙ্গি পাঠাত, কিন্তু এখন আসাদউদ্দিন ওয়াইসি’র ভাইরাসে ভারতের আজমল কাসভ তৈরি হচ্ছে।

ওয়াসিম রিজভি বৃহস্পতিবার মিডিয়ায় সামনে বলেন, যদি এরকমই পরিস্থিতি থাকে তাহলে ইসলামিক দাড়ি আর গোঁফ ছাড়া ভয়ানক চেহারা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছিন্নভিন্ন করে রেখে দেবে। উনি বলেন, শাহিন বাগের মতো হাজার হাজার ধরনা হলেও সিএএ নিয়ে কোন সমঝোতা যেন না হয়।

আপানদের জানিয়ে দিই, ওয়াসিম রিজভি লাগাতার নিজের বয়ান নিয়ে চর্চায় থাকেন। এর আগে উনি বেরেলি তোউকির রাজাকে নপুংসক বলেছিলেন। সিএএ এর বিরুদ্ধে প্রদর্শনের মধ্যে ওয়াসিম রিজভিও লাগাতার বয়ান বাজি করে বলেছেন।

দিল্লীর শাহিন বাগে ১৫ ডিসেম্বর ২০১৯ থেকে ধরনায় বসা হয়েছে। তাঁদের দাবি সরকার তৎকাল যেন CAA আইন রোড করে। দুই মাসের বেশি সময় ধরে ধরনা চলার কারণে সাধারণ মানুষের বিপত্তি বেড়েই চলেছে। এই সমস্যা মেটানর জন্য সুপ্রিম কোর্ট একটি মধ্যস্থতা কমিটি গঠন করেছে। তাঁরা আন্দোলনরত মহিলাদের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করবে। কিন্তু এই কমিটির সদস্যও জানিয়ে দিয়েছেন যে, ধরনায় বসা মানুষদের সাথে কথা বলে কোন লাভ নেই। কারণ সেখানে কথা বলার কোন পরিস্থিতিই নেই।



from India Rag https://ift.tt/2PdijlU
Bengali News
 

Start typing and press Enter to search