লোকসভা ভোটের আগেই এটাই তৃণমূলে সবথেকে বড় ভাঙন। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূলে ভাঙন ধরছে। সাংসদ, বিধায়ক এর আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার প্রচুর পরিমাণে কর্মী সমর্থকেরাও তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে।
লোকসভা ভোটের আগে তৃণমূলকে চারিদিক থেকে ভেঙে ক্রমশই এরাজ্যের প্রধান শক্তি হয়ে উঠে আসছে বিজেপি। বিভিন্ন সমীক্ষায় পরিষ্কার দেখা যাচ্ছে এরাজ্যে গেরুয়া উত্থান। আর এই নিয়ে চরম চিন্তিত গোটা তৃণমূল দল।
তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ দেওয়া আটকাতে পারছে না বলেই, রাজ্যের চারিদিকে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। আগামী ১৯ এপ্রিল গঙ্গারামপুরে সভা করার কথা মমতা ব্যানার্জীর। আর তাঁর আগেই বড়সড় ঝটকা খেলো তৃণমূল।
মঙ্গলবার রাতে গঙ্গারামপুরের বিধানসভার অন্তর্গত কার্গিল মোড়ে একটি পথসভার আয়োজন করেছিলে বিজেপি। ওই সভাতেই বিজেপি নেতা সনাতন হাত ধরে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে ১০০ টি পরিবার যোগ দেন বিজেপিতে।
গঙ্গারামপুরে মমতার সভার আগে তৃণমূল ভাঙা যেমন শাসক দলের চিন্তা বাড়িয়ে দিলো। তেমনই বিজেপির শক্তি অনেক গুণ বাড়িয়েও দিলো এই দলবদল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UROPy4
Bengali News