আসন্ন লোকসভা নির্বাচনে জাতি আর ধর্মের রাজনীতি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এখনকার সবথেকে বড় খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হল, মুসলিম সংগঠন জামাত-এ-ইসলামি গোটা উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর জন্য আবেদন করেছে। ওই ইসলামিক সংগঠন উত্তরপ্রদেশের সাহারানপুরে মহাজোটের প্রার্থীকে জেতানর জন্য মাঠে নেমে পড়েছে।
জামাত-এ-ইসলামি তাঁদের লেটার প্যাডে মুসলিমদের আবেদন করে লিখেছে, প্রথম দফার ভোটে তাঁরা যেন মহাজোটের প্রার্থীকেই ভোট দেয়। ওই লেটার প্যাডে লেখা আছে, শুধুমাত্র জোটই বিজেপিকে হারাতে সক্ষম, তাই তাঁরা যেন মহাজোটকেই ভোট দেয়।
এর আগে বিএসপি সুপ্রিমো মায়াবতী সাহারানপুরের দেওবন্দে হওয়া মহাজোটের সংযুক্ত র্যালিতে মুসলিমদের সম্বোধিত করে বলেন, ‘ভোট যেন কোনপ্রকারেরই ভাগ না হয়ে যায়। মুসলিমরা যেন সবাই মিলে মহাজোটেই ভোট দেয়।”
আরেকদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের নানা যায়গায় র্যালি করে মহাজোট আর কংগ্রেসকে নিশানা করছে। উনি বলেন, ‘রাহুল গান্ধীর র্যালিতে সবুজ পতাকা আর চাঁদ, তারার ঝাণ্ডা দেখা যাচ্ছে। মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদে প্রথম অধিকার মুসলিমদের আছে।”
যোগী আদিত্যনাথ সাহারনপুরে একটি র্যালিতে মহাজোটকে নিশানা করে বলেছিলেন, ‘ মায়াবতী শুধু মুসলিমদের ভোট চায়। আর আমি এখানে বাকিদের ভোট নিতে এসেছি।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2X1qmni
Bengali News