আমেরিকার রাষ্ট্রপতি (Us President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রবিবার নিজের ভারত (India) সফরের জন্য রওনা দিয়েছেন। উনি ভারত সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) ভালো বন্ধু বলে সম্বোধন করেছেন। ট্রাম্প নিজের স্ত্রী মেলানিয়া ট্রাম্প আরি মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সাথে বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউসের জন রওনা দিয়েছেন। এরপর তিনি বিশেষ বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন আর সোমবার সকালে ১১ঃ৪০ নাগাদ তিনি আহমেদাবাদে পৌঁছাবেন।
Departing for India with Melania! pic.twitter.com/sZhb3E1AoB
— Donald J. Trump (@realDonaldTrump) February 23, 2020
https://platform.twitter.com/widgets.js
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সোমবারের আহমেদাবাদ সফরে ওনাকে স্বাগত জানানর জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি একটি রোড শো করবেন আর মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে অংশ নেবেন।
সুরক্ষাকর্মীরা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর আহমেদাবাদ সফর থেকে সবরম ব্যবস্থা করছে। পরিকল্পনা অনুযায়ী, আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছানর পর আমেরিকার রাষ্ট্রপতিকে ভব্য স্বাগত জানানো হবে, এরপর নরেন্দ্র মোদী আর ট্রাম্প ২২ কিমি দীর্ঘ রোড শো করবেন।
India looks forward to welcoming @POTUS @realDonaldTrump.
It is an honour that he will be with us tomorrow, starting with the historic programme in Ahmedabad! https://t.co/fAVx9OUu1j
— Narendra Modi (@narendramodi) February 23, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ‘ভারত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানর জন্য প্রস্তুত। এটা আমাদের কাছে সন্মানের ব্যাপার যে, আগামী কাল আহমেদাবাদে ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি আমার সাথে থাকবেন।”
from India Rag https://ift.tt/2HQqRLc
Bengali News