-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আগে ভারত বলে কিছু ছিল না বলেছিলেন সাইফ আলী, উত্তরে কঙ্গনা পড়িয়ে দিলেন মহাভারতের ইতিহাস

- January 22, 2020

তানাজি সিনেমা সুপার হিট হওয়ার পর এখন আরো একবার নতুন বিতর্কের জন্ম নিয়েছে। আসলে তানাজি সিনেমায় অজয় দেবগণের সাথে সাথে সাইফ আলী খানও দুর্দান্ত অভিনয়করেছেন। তবে একদিকে অজয় দেবগন যেখানে তানাজি মালুসেরই এর ঐতিহাসিক বলিদানের উপর গর্ব প্রকাশ করেছেন। অন্যদিকে সাইফ আলী খান সিনেমার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু এই নয়, সাইফ আলী খান এখন বলেছেন যে ইংরেজরা আসার আগে ভারতবর্ষ বলে কোনকিছু ছিল না। অর্থাৎ ইংরেজরা আসার পরেই রাজ্যগুলি মিলে ভারত দেশের গঠন হয়েছে বলে দাবি সাইফ আলী খানের।

https://platform.twitter.com/widgets.js

এখন সাইফ আলী খানকে কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য মাঠে নেমে গেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ফায়ার ব্যান্ড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সাইফ আলী খানের (Saif Ali Khan) কথায় আপত্তি প্রকাশ করেছেন। কঙ্গনা রানাওয়াত বলেছেন যদি ভারত ছিল না, তাহলে মহাভারত কি করে হয়েছিল? মহির্ষী বেদব্যাস ভারতের ঐতিহাসিক যুদ্ধকে নিয়ে মহাকাব্য মহাভারত লিখেছেন তাহলে সেটা কি ভাবে লেখা সম্ভব হলো! প্রশ্নঃ তোলেন কঙ্গনা রানাওয়াত।

উনি আরো বলেন, কৃষ্ণ এই যুদ্ধের অংশ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন রাজ্যের রাজাদের ডাক দেন। সেই থেকেই যুদ্ধের নাম হয়েছিল মহাভারত। ZEE NEWS এ এক অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় কঙ্গনা রানাওয়াতকে সাংবাদিক সাইফ আলী খানের বিবৃতি শোনান। একই সাথে সাংবাদিক এর উপর তার প্রতিক্রিয়া চান।

উত্তরে কঙ্গনা রানাওয়াত বলেন, “এটা সত্য নয়
, যদি ভারত ছিল না তাহলে ৫ হাজার বছর পুরানো মহাভারত কি ছিল? আসলে কিছু লোক নিজেদের এজেন্ডা বানিয়ে নিয়েছ। শ্রী কৃষ্ণ ছিলেন, ভারত ছিল, ভারতের সব রাজার মিলে যুদ্ধে অংশ নিয়েছিল। তাই তো মহাভারত হয়েছিল।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/37iaAd5
Bengali News
 

Start typing and press Enter to search