-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাওবাদের সাথে জড়িত দুই বাম ছাত্রের উপর UAPA আইনে পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করলেন পিনারাই বিজয়ন

- November 03, 2019

কোচিঃ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (CPM) এর দুই ছাত্র কর্মীর উপর UAPA আইন অনুযায়ী তোলা অভিযোগ নিয়ে সমালোচনার শিকার হলেন কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। উনি রবিবার স্পষ্ট করে দেন যে, ওনার সরকার UAPA আইন অনুযায়ী দুই ছাত্রের উপর পদক্ষেপ নেওয়াকে সমর্থন করবেনা। পুলিশ সিপিএমের ছাত্র কার্যকরতাদের উপর মাওবাদীদের সাথে ঘনিষ্ঠতা আর কট্টরপন্থী বাম সংগঠনের হয়ে লিফলেট বণ্টনের অভিযোগ তুলে UAPA আইন অনুযায়ী গ্রেফতার করেছে। ধৃত ছাত্রদের বয়স প্রায় ২০ বছর হবে। কেরলের মুখ্যমন্ত্রী রবিবার এই মামলায় প্রথমবার প্রতিক্রিয়া দেন।

বিজয়ন বলেন, সরকার এই ঘটনার তদন্ত করবে আর আবশ্যিক পদক্ষেপ নেবে। বিজয়ন বলেন, যদি পুলিশ কারোর উপর UAPA অনুযায়ী অভিযোগ দায়ের করে, তাহলে তাঁর মানে এই না যে, অভিযুক্তের উপর তৎকাল প্রভাব পড়বে। উনি বলেন, UAPA নিয়ে রাজ্য দ্বারা নিযুক্ত সমিতি তদন্ত করবে। বিজয়ন এই বিষয় নিয়ে রাজ্যের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের উপরেও নিশানা সাধেন।

আর এরই মধ্যে UAPA এ সমিতির নেতৃত্বে থাকা বিচারক পিএস গোপিনাথন সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্তদের কাছে শুধু মাওবাদীর সাথে যুক্ত চিঠি অথবা লিফলেট পাওয়ার জন্য দেশ্যদ্রোহ এর মামলা দায়ের করা যায়না। প্রমাণ পাওয়া গেলে UAPA বৈধ হবে। এর আগে কেরলের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস তিন ছাত্রের উপর UAPA আইন লাগু করার জন্য বিজয়নের ইস্তফা চায়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NamoGG
Bengali News
 

Start typing and press Enter to search