-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

NRC পক্ষে সায় দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বললেন ‘এটা ভবিষ্যতের জন্য খুবই দরকার”

- November 03, 2019

নয়া দিল্লীঃ অসমে ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেনশিপ (NRC) নিয়ে নানারকম আলোচনা সমালোচনা হচ্ছে। আর এরই মধ্যে চীফ জাস্টিস অফ ইন্ডিয়া (CJI) রঞ্জন গগৈ প্রতিক্রিয়া দিয়েছে। উনি অসমে এনআরসি-র পক্ষে কথা বলেন। উনি বলেন, NRC শুধু বর্তমানের দস্তাবেজ না, ১৯ লক্ষ আর ৪০ লক্ষের ইস্যু না। NRC ভবিষ্যতের দস্তাবেজ। উনি বলেন, আমরা এই দস্তাবেজের মাধ্যমে ভবিষ্যতের দাবিগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।

‘পোস্ট কলনিয়ল অসম” নামের একটি পুস্তকের লঞ্চিংয়ে চীফ জাস্টিস রঞ্জন গগৈ রবিবার বলেন, অবৈধ অনুপ্রবেশকারী আর অবৈধ নাগরিকদের সংখ্যা জানা খুব দরকার ছিল। NRC এর মাধ্যমে কিছু এমনই করা হয়েছে। না বেশি, না কম। উনি NRC ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের গুজব আর ভুয়ো খবর ছড়ানো নিয়েও মুখ খোলেন। উনি বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যাবহার করে এই ইস্যুতে অস্পষ্ট খবর ছড়াচ্ছে। এটা নিয়ে নেগেটিভ কথা বলা হচ্ছে, তাঁদের দ্বারা ছড়ানো খবর আসল ঘটনার ঠিক উলটো।

আপনাদের জানিয়ে রাখি, ৩১ আগস্ট ২০১৯ এ জারি করা অসম NRC তালিকায় ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম নেই। ওই তালিকায় ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম যুক্ত করা হয়েছে। অসমে NRC লিস্টে নাম না থাকা মানুষদের ৩১ আগস্ট থেকে ১২০ দিনের সময় দেওয়া হয়েছে নাগরিকতা প্রমাণ করার জন্য। আর এর জন্য ২০০ টি নতুন ট্রাইব্যুনাল খোলা হয়েছে। তাঁরা সেখানে স্বছন্দে আবেদন করতে পারবেন।

বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছিল যে, NRC এর ফাইনাল লিস্টে নাম না থাকা অসমের নাগরিকদের অধিকারে কোন প্রভাব পরবেনা। ফাইনাল লিস্টের বাইরে থাকা মানুষদের গ্রেফতার করা হবেনা। আইনের মাধ্যমে সমস্ত রকম উপায় ব্যাবহার করা পর্যন্ত, তাঁদের অধিকার আগের মতই বজায় থাকবে। NRC ২৪ মার্চ ১৯৭১ অথবা তাঁর আগে থেকে অসমে থাকা বাস্তবিক ভারতীয় নাগরিকদের চিহ্নিত করার জন্য করা হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NAEcd9
Bengali News
 

Start typing and press Enter to search