-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্য একজন হলেন প্রধানমন্ত্রী মোদীঃ আমেরিকার বিখ্যাত শিল্পপতি রে ডেলিয়ো

- November 07, 2019

ওয়েব ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পপতি (Industrialist) রে ডেলিয়ো (Ray Dalio) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বিশ্বের মহান নেতাদের মধ্যে একজন বলে সম্বোধন করেন। ডেলিয়ো একটার পর আরেকটা ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। আর সাথ সাথে সৌদি আরবের (Saudi Arab) একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেন তিনি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, সৌদি আরবের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রে ডেলিয়ো একসাথে বসে কথা বলছেন।

রে ডেলিয়ো (Ray Dalio) বলেন, আমার নজরে ভারতের প্রধানমন্ত্রী সবেথেকে উর্ধে আর উনি বিশ্বের সবথেক সেরা নেতাদের মধ্যে একজন। ওনার সাথে কথা বলার একবার সুযোগ হয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম উনি কি চিন্তা ভাবনা করেন। রে ডেলিয়ো (Ray Dalio) বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে প্রাথমিক সুবিধা গুলো উপলব্ধ করিয়েছেন, এর সাথে সাথে ডিজিটাল টেকনোলোজির সাথে সবাইকে যুক্ত করেছেন। মোদী সরকার (Modi Sarkar) ১০০ মিলিয়ন শৌচালয়ের নির্মাণ করেছে, এর ফলে ভারতে রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা কমেছে, আর কমপক্ষে তিন লক্ষ মানুষের জীবন বেঁচে গেছে।

রে ডেলিয়ো (Ray Dalio) গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর অভূতপূর্ব জয়ের কথা উল্লেখ করেন। উনি বলেন, গত নির্বাচনে ভোটদাতারা আগামী পাঁচ বছরের জন্য ওনাকে বিপুল ভাবে সমর্থন করেছে। আমি মনে করি, একটি সুন্দর পরিণাম দেওয়ার জন্য ওনার কাছে এটা সুবর্ণ সুযোগ। কারণ ভারতের জনতা ওনাকে মন থেকে বিপুল ভাবে সমর্থন করেছে। 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33ugHJB
Bengali News
 

Start typing and press Enter to search