-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রথম রাজরাজ চোলের জন্মজয়ন্তী পালন করলেন তামিলনাড়ুর জনতা! স্মরণ করলেন মহান হিন্দু রাজাকে।

- November 07, 2019

ভারতের ইতিহাস বই মুঘল রাজাদের কাহিনীতে ভরা, আজ এমন অবস্থা যে ভারতীয়রা নিজেদের মহান হিন্দু রাজাদের ইতিহাস ভুলে গেছে। তবে দক্ষিণ ভারতের মানুষজন আজও মহান হিন্দু রাজাদের মনে রেখে পূজো করেন। বুধবার দিন তামিলনাড়ুর মানুষ ভারতের মহান রাজা রাজরাজ চোলের ১০৩৪ জন্ম বার্ষিকী উদযাপন করলেন। রাজারাজ চোল ছিলেন সেই রাজা যার আমলে চোল রাজ্য একটা আঞ্চলিক রাজ্য থেকে সমগ্র মাদ্রাজ,প্রেসিডেন্সি, কুর্গ, মহিশুর, সিংহল, মালদ্বীপ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন।

৯৮৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় পরান্তকের পুত্র প্রথম রাজরাজ সিংহাসনে বসেন। চোল বংশ দক্ষিণ ভারতের ইতিহাসে এক অন্যতম অধ্যায়। এই সময় কালে বঙ্গও(বাংলা) খুবই সমৃদ্ধ ছিল। যদিও বাংলায় দেব পালের মৃত্যুর পর রাজনৈতিক শক্তি দুর্বল হতে শুরু হয়েছিল। দক্ষিণ ভারতে শক্তিশালী হয়ে উঠা প্রথম রাজারাজের আমলে তাঞ্জরের বিখ্যাত রাজরাজেস্বর মন্দির মন্দির নির্মাণ হয়। এই মহান রাজার সবথেকে বড়ো গুন ছিল দান ধর্ম। বৌদ্ধ ও বিষ্ণু মন্দির নির্মাণে উনি প্রচুর অর্থ দান করতেন।

যদিও উনি নিজে একজন শিবভক্ত ছিলেন। নৌ শক্তি ও নৌসাম্রাজ্যের স্থাপনের জন্যেও উনি চিরস্বরণীয় হয়ে রয়েছন। কলিঙ্গ জয় ও লাক্ষাদ্বীপ-মালদ্বীপ জয় করে উনি  নিজের নৌ সেনার শক্তি প্রদর্শন করেছিলেন।  জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ, হিসাব পরীক্ষা ও গ্রামসভা দ্বারা গ্রামীন শাসনব্যাবস্থা পরিচালন তার অন্যতম কৃতিত্বের পরিচয়। রাজরাজের পর তার পুত্র প্রথম রাজেন্দ্র চোল সাম্রাজ্যের ব্যাপক বিস্তার করে পুরো এশিয়ায় চোল বংশের খ্যাতি ছড়িয়ে দেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2rkRral
Bengali News
 

Start typing and press Enter to search