পাকিস্তান এমন একটা দেশ যার উৎপত্তি জেহাদের নামে। আর বর্তমানে এই দেশটি জেহাদের নামে বিশ্বে অশান্তি ছড়াতে মুখ্য ভূমিকা পালন করে। ভারতের সাথে যুদ্ধে অনেকবার পরাস্ত হয়েও পাকিস্তান বার বার সংঘর্ষ বিরাম চুক্তি উলঙ্ঘন করে ভারতের উপর হামলা করে। এই কারণে সীমান্তে উত্তেজনা লেগেই থাকে। পাকিস্তান দেশ তৈরি হওয়ার পর থেকে এই সংঘর্ষের জন্য বহু প্রাণ গেছে। তবে শুধু ভারতের সীমান্তে নয়, পাকিস্তান তার প্রতিবেশী দেশ আফগানিস্তানের সাথেও একই ব্যাবহার করে। আফগান-পাক সীমান্তেও একইভাবে উত্তেজনা লেগে থাকে।
এখন ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক গুন মজবুত হয়ে গেছে। যার জন্য পাকিস্তানের সেনা ও আতঙ্কবাদীরা আফগানিস্তান সীমান্তে উপদ্রব করতে বেশি পছন্দ করে। রবিবার দিন পাকিস্তানের সেনা অকারণে আচমকায় আফগানিস্তানের সীমা এলাকায় আক্রমণ করে দেয়। পাকিস্তানের দ্বারা গুলি ও গোলা বর্ষণের জন্য আফগানিস্তানের ৩ মহিলা প্রাণ হারায়। এরপর আফগানিস্তানের জনগণ আক্রোশ প্রকাশ করে যারপর আফগান আর্মি পাল্টা জবাব দেওয়ার পস্তুতি নেই।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার একটা রিপোর্ট সামনে চলে এসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী আফগান আর্মি পাকিস্তানের আর্মিকে তাড়া করে তাদের ৪ টি চেক পোস্ট দখল করে নিয়েছে। উত্তেজনা প্রবন এলাকায় পাক আর্মি সীমান্ত থেকে ৬ কিমি পেছনে পিছিয়ে পড়ছে বলেও খবর সামনে আসছে। ২০ জনের বেশি পাক আর্মিকে মেরে ফেলা হয়েছে বলে আফগান আর্মি দাবি করেছে। যদিও পাকিস্তান আর্মির কতজন নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।কারণ পাকিস্তান বরাবরের তাদের মৃত সৈনিকের মতো সংখ্যা লুকিয়ে রেখেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JrMMcU
Bengali News