নয়া দিল্লীঃ জাতীয় সুরক্ষা এজেন্সি (NIA) জঙ্গিদেরে একটি চিঠি পেয়েছে। ওই চিঠিতে বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছে। জঙ্গি সংগঠন অল ইন্ডিয়া লস্কর এ তৈবা এর তরফ থেকে NIA হেডকোয়ার্টারে হুমকি ভরা চিঠির সাথে সাথে একটি হিট লিস্ট ও পাঠিয়েছে। ওই লিস্টে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে সাথে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিরও নাম আছে। এই হুমকি ভরা চিঠি পাওয়ার পর NIA বাকি সুরক্ষা এজেন্সি গুলোকে সতর্ক করে দিয়েছে। আরেকদিকে, এই তালিকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আর ক্রিকেট দলের অধিনায়কের নাম থাকার জন্য ভিভিআইপি সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।
সুত্র থেকে জানা যায় যে, অল ইন্ডিয়া লস্কর এ তৈবার হিট লিস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন, বিজেপির কার্যকারী সভাপতি জেপি নাড্ডা, বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের নাম আছে। এটাই প্রথমবার হল, যেখানে কোন জঙ্গি সংগঠন ক্রিকেট দলের অধিনায়কের নাম তাঁদের হিট লিস্টে রাখল।
অল ইন্ডিয়া লস্কর এ তৈবার হাই পাওয়ার কমিটি কোঝিকোড় (কেরল) থেকে এনআইএ কে এই চিঠি পাঠিয়েছে। সুরক্ষা এজেন্সি গুলো এই মামলার তদন্তে লেগে পড়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2qSPZfe
Bengali News