রাম জন্মভূমি আর মসজিদ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে শুনানি সম্পূর্ণ হয়েছে, আর প্রধান বিচারপতি সিদ্ধান্ত সুরক্ষিত রেখেছে। সুপ্রিম কোর্ট আগামী কয়েক দিনের মধ্যেই রায় দেবে। আর রাম জন্মভূমি এবং মধ্যস্থতা নিয়ে যোগগুরু বাবা রামদেবের বয়ান সামনে এসেছে। বাবা রামদেব মক্কা মদিনা আর ভ্যাটিকান সিটিতে মন্দির বানানোর যায়গা দেওয়ার শর্তে অযোধ্যা মামলায় মধ্যস্থতা করার জন্য প্রস্তুত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মক্কা মদিনা মুসলিমদের পবিত্র স্থল, আর ভ্যাটিকান সিটি রোমান ক্যাথোলিক চার্চ।
রাম মন্দির মামলায় মধ্যস্থতা করার প্রশ্নে বাবা রামদেব বলেন, মক্কা মদিনাতেও মধ্যস্থতা করা দরকার, আর সেখানে আমাদের জন্য একটি যায়গা দেওয়া হোক, আমরা ওখানে রাম, কৃষ্ণ আর শিব মূর্তি স্থাপন করব। উনি বলেন, আমাদের ভ্যাটিকান সিটিতেও একটা যায়গা দেওয়া হোক, আমরা ওখানে রাম ভক্ত হনুমানের মূর্তি স্থাপন করব।
একটি ব্যাক্তিগত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলেন, অয্যোধ্যায় সবাই মধ্যস্থতা কোর্টে চায়, কিন্তু কেউ ভ্যাটিকান সিটি আর মক্কা মদিনাতে মধ্যস্থতা চায়না। উনি এও বলেন, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যেও কেউ মধ্যস্থতা চায়না। বাবা রামদেব প্রশ্ন তুলে বলেন, সমস্ত মধ্যস্থতার কথা ভারতেই কেন হয়?
বাবা রামদেব বলেন, অযোধ্যাতে রাম মন্দির হবেই, আমরা মক্কা মদিনা আর ভ্যাটিকান সিটিতে রাম মন্দির গড়ার দাবি করছিনা। উনি বলেন, এই সত্য গোটা বিশ্ব মানে যে, ভগবান শ্রী রাম অযোধ্যাতে জন্ম নিয়েছিলেন। রাম আমাদের পূর্বপুরুষ। ওনাকে ভগবান মানুন আর মানুষ, উনি শ্রদ্ধেয় ছিলেন, আছেন আর থাকবেন। গোটা বিশ্বে সবাই তাঁদের পূর্বপুরুষদের সন্মান দেয়। অযোধ্যায় রাম মন্দির হলে আমাদের পূর্বপুরুষেরা সন্মান পাবেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MPbC7r
Bengali News