ভারত দেশে জনসংখ্যার বিন্যাস পরিবর্তন করে একটা বড়ো ষড়যন্ত্র চলছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা তুললেই কট্টরপন্থীরা বিরোধ শুরু করে। মাত্র কয়েকদিন আগেই অসমে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর সরকার একটা ছোটো পদক্ষেপ নিয়েছিল। অসম সরকার ঘোষণা করেছে যারা দুই এর বেশি বাচ্চা নেবে তারা সরকারি চাকরি পাবে না। কিন্তু এর বিরোধিতায় নেমে পড়া কট্টরপন্থীরা। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল (Badruddin Ajmal) বলেন মুসলিমরা এই নিয়ম মানবে না। উনি বলেন, মুসলিমরা যতইচ্ছা বাচ্চা নেবে তাদের সরকারি চাকরির প্রয়োজন নেই। এখন আর এক কট্টরপন্থী আনসার রাজা জনসংখ্যা নিয়ন্ত্রণের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে।
আসলে দিল্লীর বিজেপি নেতা কপিল মিশ্র জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছিলেন। যারপর আনসার রাজা উনাকে সোশ্যাল মিডিয়ায় পা ভাঙার হুমকি দিয়ে দেন। জানিয়ে দি, আনসার রাজা বহু সময় টিভি চ্যানেলে এসে মুসলিম পক্ষের তরফদারি করেন। অবশ্য সোশ্যাল মিডিয়ায় কপিল মিশ্র এর ফ্যানের সংখ্যাও কম নেই। যার জন্য আনসার রাজার হুমকির কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় #IStandWithKapilMishra ট্রেন্ডিং করতে থাকে। কপিল মিশ্র এর সমর্থনে ২৫ হাজারের বেশি টুইট করা হয়।
কপিল মিশ্র একটা টুইট করে লিখেছিলেন, যদি দূষণ কম করতে হয় তবে ফটকা নয়, জনসংখ্যার দূষণ কম করুন। একইসাথে কপিল মিশ্র একটা ছবিও শেয়ার করেছিলেন। কিন্তু সেখানে কপিল মিশ্র কোনো ধার্মিক উক্তি নেন। তা সত্ত্বেও কট্টরপন্থীরা কপিল মিশ্রকে প্রাণে মারার হুমকি দিতে শুরু করে। এজাজ খান, আনসার রাজা থেকে শুরু করে সমস্থ কট্টরপন্থী জনসংখ্যা নিয়ন্ত্রণের বিরুদ্ধে আওয়াজ তুলতে মাঠে নেমে পড়ে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31QogIQ
Bengali News