-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনতে চলেছে ‘দাদা”, বললেন, প্রস্তুত থাকো টিম ইন্ডিয়া

- October 16, 2019

বিশ্ব ক্রিকেটে ভারতীয় বোর্ড বিসিসিআই (BCCI) চিত্র বদলাতে চলেছে। যখন টি ২০ ক্রিকেটের সূচনা হয়েছিল, তখন BCCI সতর্ক প্রতিক্রিয়া দিয়েছিল। এমনকি ২০০৭ এর ওয়ার্ল্ডকাপ খেলার আগে ভারত শুধুমাত্র একটি টি ২০ ম্যাচ খেলেছিল। ডিআরএস এর জন্য ভারত সর্বদা না করে এসেছিল। আর এখন ভারতীয় বোর্ড ডে/নাইট টেস্ট ম্যাচের থেকে দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) BCCI এর সভাপতি হওয়ার পর, এবার ডে/নাইট টেস্ট নিয়ে পরিবর্তন আসতে পারে। আগামী ২৩ অক্টোবর সভাপতির পদে দ্বায়িত্ব নেবেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভ স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট ম্যাচ আয়োজন করার চিন্তা ভাবনা নিলে ভারত সেটির থেকে পিছু হটবে না। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন, ওনার কর্মসূচীতে ভারতীয় টিম দ্বারা ডে/নাইট ম্যাচ খেলার ইস্যু থাকবে। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করব। তবে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, সেটা এখনো বলা যাচ্ছেনা। তবে সবাই খুব শীঘ্রই সেটা জানতে পড়ে যাবে। একবার আমি কার্যভার সামলালে, সবাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করব।

ভারতীয় দলের প্রধান কোচ গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে ডে/নাইট  টেস্ট ম্যাচ খেলার জন্য রাজি হয়েছিলেন। এরপর তিনি প্রশাসকদের কাছে চিঠি লিখে জানান, দল রাতে টেস্ট খেলার জন্য প্রস্তুত না। আর টিমকে ১২ থেকে ১৮ মাস সময় দিতে হবে রাতে গোলাপ বল দিয়ে খেলার জন্য।

যদিও এটাও শোনা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট ম্যাচ খেলার কোন নিয়ম নেই, আর কোচ রবি শাস্ত্রি আর অধিনায়ক বিরাট কোহলি রাতে টেস্ট ম্যাচ খেলার পক্ষে ছিলেন না। কিন্তু সৌরভ গাঙ্গুলি বলেন, এটা ধরে নেওয়া ভুল হবে যে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট ম্যাচ হবেনা। উনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট টেস্ট ম্যাচ হবে। অ্যাডিলেডে গোলাপ বল দিয়ে টেস্ট ম্যাচ খেলা হবে।”

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) এর এক সিনিয়র আধিকারিক বলেন যে, যদি দুটি দল রাজি হয়, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে দিন রাতে খেলা যেতে পারে। আইসিসি এর আধিকারিক জানান, দুই দল রাজি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দিন রাতে টেস্ট ম্যাচ এবং গোলাপি বল দিয়ে খেলার কোন সমস্যা থাকবেনা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2oRZGK2
Bengali News
 

Start typing and press Enter to search