ইমরান খান এখন পাকিস্তানে স্বৈরচারীশাসক হয়ে উঠছেন। ইমরান সরকারের নির্দেশে এখন পাকিস্তানের টিভি চ্যানেলগুলির টিভি অ্যাঙ্কররা তাদের মতামত দিতে পারবেন না। টিভি চ্যানেলগুলির উপর বিশেষ নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে কেবল সংবাদটি পড়তে পারবেন সাংবাদিকরা। এখন তারা বলতে পারবেন না যে সরকার বা ইমরান খানের এই কাজ করা উচিত কিনা। এ জন্য পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক টক শো চলাকালীন টিভি অ্যাঙ্করদের মতামত নিষিদ্ধ করেছে। আসলে এর পেছনে একটা বড়ো রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। প্ৰথমত জানিয়ে দি, পাকিস্তানে যে সরকার নির্বাচন হয় তা তাদের সেনা বাহিনীর নির্দেশে হয়। বিশ্বকে দেখানো হয় যে নির্বাচন জনগণের ভোটে হচ্ছে কিন্তু বাস্তব একেবারে উল্টো।
পাকিস্তানে ইমরান খান ও পাকিস্তানি সেনাবাহিনীর জোটের পরে এটি স্পষ্ট হয়ে গেছে যে সেনাবাহিনী এখন ইমরান খানকে স্বৈরচারীশাসক করে তুলছে। এর পিছনে সেনাবাহিনীর কৌশল রয়েছে। তাই এখন পাকিস্তানের নিয়ন্ত্রক কমিশন টিভি চ্যানেলগুলির অ্যাঙ্করদের মতামত নিষিদ্ধ করেছে। টিভি অ্যাঙ্কারের ভূমিকা সংবাদ পাঠ করা অবধি সীমাবদ্ধ থাকবে। এটিকে গণমাধ্যমকে আটকানোর চেষ্টা হিসাবে দেখা হচ্ছে। যার কারণে ইমরান খান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কোনো সংবাদ মাধ্যম ভারতের সাথে পাকিস্তানের তুলনা করলে তাতে সরকারের প্রতি আরো আক্রোশিত হয়ে পড়ছে জনতা। কারণ ভারত প্রতিটি ক্ষেত্রে এখন পাকিস্তানের থেকে বহুগুন এগিয়ে রয়েছে।এছাড়াও সিন্ধুপ্রদেশ, বেলুচিস্তানের মানুষ লাগাতার পাকিস্তানের থেকে স্বাধীনতা চাইছে।
পাক সেনা জোর করে অত্যাচারের মাধ্যমে বালোচ মানুষদের দমন করে রেখেছে। সংবাদ মাধ্যমে সেই সব বিষয়গুলি উঠে আসছে। যা পাক সরকারের জন্য বড়ো বিপদে পরিণত হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এই আদেশের আওতায় পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিএমআরএ) নির্দেশ দেয় যে তারা নিজস্ব বা অন্য চ্যানেলের টক শোতে নিজেদের রায় না দিক এবং বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত না হওয়ার নির্দেশ দেয়। আসলে ইমরান খান অনেক ফ্রন্টে ব্যর্থ হয়েছেন। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এবং বেকারত্ব বেড়েছে। কাশ্মীর ইস্যুতে ইমরান খান সরকার দেশের পাশাপাশি বিদেশেও মান সম্মান হারিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31WxX8J
Bengali News