আসামে দুটি চাইল্ড পলিসিকে নিয়ে বিতর্ক থামার নাম নিচ্ছে না। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা ও সাংসদ বদরুদ্দিন আজমলের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। একটি নিউজ চ্যানেলের সাথে কথোপকথনে স্বামী বলেন যে আজমল আগে এটা বলুক যে তার স্ত্রী বা স্ত্রীরা ৭-৮ সন্তানের জন্ম দিতে রাজি কিনা? কারণ তাদের মতামতটাও গুরুত্বপূর্ণ। একটা মহিলাই বাচ্চাকে জন্ম দেয়, আর তাদের 9 মাস যন্ত্রণা ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তাই জাতীয় পরিস্থিতিতে তাদের অনুমতি নেওয়া উচিত। জানিয়ে দি, রবিবার বদরুদ্দিন আজমল দুই সন্তানের বিষয়ে আসাম সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলেন।
আসাম সরকার এই সিদ্ধান্তটিও নিয়েছিলেন যে দুটির বেশি বাচ্চা যাদের থাকবে তারা সরকারী চাকরি পাবে না। ২০২১সালের ১ জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের মন্ত্রিসভার গৃহীত এই সিদ্ধান্ত অনুসারে, দু এর বেশি বাচ্চা থাকা ব্যক্তিরা সরকারী চাকরীর যোগ্য হতে পারবেন না। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে আজমল বলেছিলেন যে ইসলাম কেবল দুটি সন্তান জন্মগ্রহণ করতে বিশ্বাস করে না। যারা এই পৃথিবীতে আসতে চায় তাদের আসা কেউ আটকাতে পারবে না।
আজমল আগে আরও বললেন যে আমাদের কোনও বাধা নেই। সরকার এমনিতেও আমাদের চাকরি দিচ্ছে না এবং সরকারের কাছ থেকে আমাদের কোন আশাও নেই। তিনি আগে বললেন যে আমি বলব যে আরও বেশি বেশি শিশু জন্মগ্রহণ ও প্রশিক্ষিত হওয়া উচিত যাতে তারা নিজেরাই উন্নতি করতে পারে এবং হিন্দুদেরও চাকরি দিতে পারে। বদরুদ্দিনের তরফ থেকে শনিবারও এই বিষয় মন্তব্য এসেছিল। তিনি গুয়াহাটিতে বলেছিলেন যে মুসলমানরা সন্তান ধারণ করতে থাকবে, তারা কারও কথা শুনবে না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/332IbFS
Bengali News