সুপ্রিম কোর্টে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন (Rajeev Dhavan) দ্বারা রাম মন্দিরের নকশা ছিঁড়ে ফেলার পর শ্রীরামজন্মভূমি ন্যাস এর সদস্য ডঃ রামবিলাস দাস বেদান্তি কড়া প্রতিক্রিয়া দেন। উনি রাজীব ধবনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাজীব ধবনকে মুসলিম বোর্ডের হয়ে মামলা লড়ার জন্য জঙ্গিরা টাকা দেয়। এবার উনি নিজের এই টাকা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কায় আছেন। আর সেইজন্য উনি এমন করছেন। উনি বুঝে নিয়েছেন যে, উনি মোকদ্দমা হেরে গেছেন।

ডঃ রামবিলাস দাস বেদান্তি বলেন, শ্রীরামজন্মভূমির নকশা ছিঁড়ে ফেলে দেওয়া জঘন্য অপরাধ। আমি এই মামলায় এফআইআর করার নির্ণয় নিয়েছিলাম, কিন্তু রামলালার পক্ষে রায় আসাতে যাতে কোন বাধা না আসে, এর জন্য আমি রাজীব ধবনের বিরুদ্ধে কোন এফআইআর করিনি। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি হোক।

উনি বলেন, সুপ্রিম কোর্ট ৪০ দিনের ভিতরে ৭০ সাল ধরে ঝুলে থাকা মামলার শুনানি সম্পূর্ণ করে অনেক সাহসিকতার কাজ করেছে। ডঃ রামবিলাস দাস বেদান্তি বলেন, বাবরের নামে কিছুই ছিলনা। ওখানে যা ছিল, সবই ভগবান শ্রী রামের নামে ছিল। আরেকদিকে, কংগ্রেসের উপর আক্রমণ করে ডঃ রামবিলাস দাস বেদান্তি বলেন, কংগ্রেস ৭০ বছর পর্যন্ত দেশবাসীকে অপেক্ষা করিয়ে গেছে। কংগেস চায়না অযোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে প্রভু শ্রী রামের মন্দির হোক। দেশের ৯৫ শতাংশ মুসলিমরাও অয্যোধ্যায় শ্রীরামের মন্দির চায়।
আপনাদের জানিয়ে রাখি, বুধবার শুনানির ৪০ তম দিনে কোর্ট রুমে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেললেন মুসলিম পক্ষের আইনজীবী। মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন হিন্দু মহাসভার তরফ থেকে আদালতে পেশ করা রাম জন্মস্থানের নকশা ছিঁড়ে ফেলেন। এই ঘটনার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মুসলিম পক্ষের আইনজীবীর উপর ক্ষোভ জাহির করেন। উনি রাজীব ধবনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতে এরকম ঘটনা ঘটলে শুনানিতে সমস্যা আসবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2VQHqg9
Bengali News