-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদীর মুখে বাংলা ভাষা! বুঝতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প, মানে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

- September 22, 2019

ভারত বহু ভাষার দেশ যেখানে ভাষার ভিন্ন ভিন্ন প্রকারে ভিন্ন ভিন্ন ভাগ রয়েছে। ভাষার মধ্যে আবার নানা উপভাষা রয়েছে। আর প্রত্যেক ভাষার নিজ নিজ গুরুত্ব রয়েছে। উদাহরণ সরূপ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ব্যাবহার হয়। তবে পশ্চিমবঙ্গের কলকাতায় এক রকম বাংলা তো পুরুলিয়ায় একরকম বাংলা। আবার মালদহ-মুর্শিদাবাদে এক রকম বাংলা ভাষা এবং বীরভূমের অন্য রকম বাংলা ভাষা রয়েছে। কথাও বরেন্দ্রী বাংলা , কোথাও রাঢি বাংলা চলে আবার কোথাও কামরূপী বাংলা চলে। এইভাবে তামিল, হিন্দি, তেলেগু ভাষারও উপভাষা রয়েছে। তবে ভারতের সমস্থ ভাষা-উপভাষা বিদেশী ইংরাজি ভাষার থেকে উন্নত। তাই সরকার এখন দেশীয় ভাষাগুলির প্রমোট এর উপর বেশি জোর দিয়েছে।

রবিবার হিউস্টনে ‘হাওডি মোদি’ প্রোগ্রামে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে সম্বোধন করেন। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৫০,০০০ মানুষ উনাকে অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রী মোদী ‘HOWDI MODI’ এর জবাবে বলেছিলেন যে ভারতে সবকিছুই ভাল। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, আসামি, গুজরাটি, তামিল ইত্যাদি ভাষাতেও উত্তর দেন। ভারতে যেমন একজন মানুষের সাথে অন্য জনের দেখা হলে নমস্কার, নমস্তে, রাম রাম, ইত্যাদি বলে তেমনি আমেরিকাতে বলা হয় HOWDI (হাউডি)। HOWDI কে হেলো এর মতো করে ব্যাবহার করা হয়। HOW DO YOU DO এর যা অর্থ বোঝায় HOWDI এর অর্থ একই।

এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন অনুষ্ঠানের নাম HOWDI MODI হলেও আমি ১৩০ কোটি জনগণের নির্দেশে কাজ করা একটা মানুষ মাত্র। তাই আমি ১৩০ কোটি মানুষের হয়ে বলতে চাই। সবাই ভালো আছে। এই উত্তর প্রধানমন্ত্রী মোদী বাংলা সহ নানা ভারতীয় ভাষাতে দেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই উত্তর সকলে বুঝলেও আমেরিকার রাষ্ট্রপতি ও তার সাথীরা বুঝতে পারেনি। তখন প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার সাথীরা আমার কথা বুঝতে পারেনি। আসলে আমি বলেছি যে ভারতে সব ভালো আছে। ইংরাজিতে অনুবাদ করে প্রধানমন্ত্রী মোদী, ট্রাম্প ও সাথীদের বিষয়টি বুঝিয়ে দেন। প্রধানমন্ত্রী মোদী বলেন আমি একটা কথা ভারতের নানা ভাষার মাধ্যমে প্রকাশিত করেছি।

 

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের লিবারেল এবং ডেমোক্র্যাটিক সোসাইটির এই ভাষাগুলির খুব বড় পরিচয় রয়েছে। কয়েক শতাব্দী ধরে কয়েক ডজন ভাষা, কয়েকশ উপভাষা সহাবস্থানের বোধ নিয়ে আমাদের দেশে এগিয়ে চলেছে এবং আজও কোটি কোটি মানুষের ভিন্ন ভিন্ন মাতৃভাষা রয়েছে। জানিয়ে দি, ভারত সরকার এখন ভারতীয় ভাষাকে বেশি গুরুত্ব দেওয়ার উপরে মনযোগ দিয়েছে। আগামী সময়ে বিদেশী ইংরাজি ভাষাকে ছুঁড়ে ফেলে ভারতীয় ভাষাগুলি তার জায়গা করে নেবে, এর একটা প্রবল সম্ভবনা দেখা যাচ্ছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/30iIw9i
Bengali News
 

Start typing and press Enter to search