
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এনআরজি স্টেডিয়াম থেকে পুরো জোশের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করা ৫০ হাজার মানুষ আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার সিদ্ধান্তের পর উন্মাদের মতো আচরণ করা পাকিস্তানের উপর কড়া আক্রমণ করেন।
আমেরিকার মাটিতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করে বলেন, কিছু মানুষ এমনও আছে, যারা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে বরাবর আপত্তি জাহির করে আসছে। আবার তাঁরাই নিজের দেশ সামলাতে পারছেনা। এরা সেই মানুষ, যারা শান্তির বদলে অশান্তি আর যুদ্ধ চায়। এরা তাঁরা, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে। এদের শুধু আপনারাই না, গোটা বিশ্ব ভালো মতো চিনে গেছে। এরা ভারতের প্রতি ঘৃণা তাঁদের রাজনৈতিক সাফল্যের চাবিকাঠি বানিয়ে নিয়েছে।
আরেকদিকে, পাকিস্তানের নাম না নিয়ে আর তাঁদের উপর আক্রমণ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমেরিকায় ৯/১১ হামলা, আর ভারতে ২৬/১১ হামলার মূল ষড়যন্ত্রিদের কোথায় পাওয়া যায়?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন, বন্ধুরা এবার সময় হয়ে এসেছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর যারা সন্ত্রাসবাদকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাঁদের বিরুদ্ধে লড়াই করার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমাদের পাশে আছে। নরেন্দ্র মোদীর এই কথা শোনার পর, আমেরিকার রাষ্ট্রপতি সমেত স্টেডিয়ামে উপস্থিত প্রতিটি দর্শকই হাততালি দিতে শুরু করে দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/352fjPk
Bengali News