-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড়ো সাফল্য ATS এর! গ্রেফতার পূর্ব ভারতের কুখ্যাত আতঙ্কবাদী মৌলানা কলিমউদ্দিন।

- September 22, 2019

আরো একবার দেশকে বড়োসড়ো বিপদের হাত থেকে বাঁচিয়ে নিল ATS তথা এন্টি টেরর স্কোয়াড এর ঝাড়খন্ড ইউনিট। ভয়ঙ্কর এক আতঙ্কবাদীকে জামশেদপুর থেকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আল-কায়দার পূর্ব ভারত অঞ্চলের প্রধানকে গ্রেফতার করা হয়েছ। আল-কায়দার স্থাপন ওসামা বিন লাদেন করেছিল যাকে আমেরিকা মেরেছিল।
ঝাড়খন্ড এর ATS ইউনিট আল কায়দার সন্ত্রাসী কলিমউদ্দিন মুজাহিরিকে গ্রেফতার করেছে। এই আতঙ্কবাদীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের ছিল। পুলিশ জানিয়েছে যে, এই আতঙ্কবাদী ৩ বছর ধরে পলাতক ছিল।  এখন কলিমউদ্দিন মুজাহিরিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিহাদ নামক রোগের চিকিৎসা চলছে।

এই জিহাদির কাজ ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে থেকে কাজ করা এবং মুসলিম যুবকদের আতঙ্কবাদের জন্য উস্কানি দেওয়া। প্রথমে যুবকদের বাছাই আর তারপর তাদের জেহাদ-এ-ওটান পস্তুত করে পাকিস্তানে ট্রেনিং এর জন্য প্রেরণ করা হতো। এক গোপন সূত্রে খবর পেয়ে ATS এই কুখ্যাত জেহাদীকে জামশেদপুরের টাটানগর রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে। কলিমউদ্দিন মুজাহিরি আতঙ্কবাদীদের এক বড়ো মাস্টারমাইড, যার মূল উদেশ্য অন্য সমস্ত জেহাদীর মতোই গাজবা-এ-হিন্দ ও গাজবা-এ-আলম প্রতিষ্ঠা করা। তবে এই আতঙ্কবাদী মূলত ভারতে আতঙ্কবাদীদের স্লিপার সেল তৈরির কাজ করতো। ভারতে বড়ো আতঙ্কবাদী হামলা করার জন্য এদের বড়ো পরিকল্পনা ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এই আতঙ্কবাদীর পুরো নাম হলো মৌলানা কলিমউদ্দিন মুজাহিরি। জামশেদপুরের আজাদনগর থানা এলাকার এই আতঙ্কবাদীর বাসস্থান ছিল। ২০০১ সাল থেকে মৌলানা কলিমউদ্দিন আতঙ্কবাদের সাথে জুড়ে যায় এবং গাজবা-এ-হিন্দ প্রতিষ্ঠার জন্য নেমে পড়ে। এর বন্ধু আবদুল রেহমান ওরফে কাটকি, জিশান হায়দার এবং আবদুল সামি দিল্লির তিহাড় জেলে  রয়েছে। প্রসঙ্গত জানিয়ে দি, গজবা-এ-হিন্দ এর অর্থৎ হিন্দু বহুল ভারতকে জিহাদের মাধ্যমে ইসলামিক ভারত করে তোলা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LIvdXK
Bengali News
 

Start typing and press Enter to search