-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

Howdy Modi: এখনো পর্যন্ত ১৩০টি হাড্ডি ভেঙেছে স্পর্শ শাহ-এর! আজ প্রধানমন্ত্রীর সামনে গাইবে জাতীয় সঙ্গীত

- September 22, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত দিনের সফরে আমেরিকা পৌঁছেছেন। আজ রাত ৯ঃ৩০ নাগাদ তিনি আমেরিকার হিউস্টনে আমেরিকায় থাকা ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। কয়েকমাস ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিউস্টনের এই অনুষ্ঠান ‘Howdy Modi” কে নিয়ে প্রস্তুতি চলছে। আমেরিকায় থাকা ভারতীয়দের কাছে এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তাঁদের মধ্যে উদ্দীপনাও দেখা যাচ্ছে প্রচুর। এখনো পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৫০ হাজার মানুষ নাম লিখিয়েছেন। তবে এই সংখ্যা এক লক্ষ ছাড়াতে পারে বলে অনুমান। আর এই অনুষ্ঠানে ১৬ বছর বয়সী প্রবাসি ভারতীয় জাতীয় সঙ্গীত গাইবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে। এই ১৬ বছর বয়সী বাচ্চার নাম স্পর্শ শাহ (Sparsh Shah)। আর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

স্পর্শ শাহ একটি দুর্লভ রোগে আক্রান্ত, সেই রোগের নাম Osteogenesis imperfecta অথবা বিটেল বোন ডিসিজ। এই রোগে শরীরে হাড্ডি গুলো খুব কমজোর হয়ে পড়ে, আর একটুতেই ভেঙে যায়। আর এই কারণে স্পর্শ হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে। এত গম্ভীর রোগে আক্রান্ত হয়েও স্পর্শ আশা ছারেনি। আর সেই কারণে আজ সে এক র‍্যাপার, গায়ক, গীতিকার এবং মোটিভেশনাল স্পীকার।

স্পর্শ আমেরিকার নিউ জার্সির বাসিন্দা। রিপোর্টস অনুযায়ী, এখনো পর্যন্ত ১৩০ টি হাড্ডি ভেঙেছে স্পর্শ’র। সে বড় হয়ে বিখ্যাত র‍্যপার এমিনেম হতে চায়। আর কোটি কোটি মানুষের সামনে নিজের প্রতিভা দেখাতে চায়। স্পর্শ এর জীবন আর রোগ নিয়ে তাঁর লড়াইয়ের উপর ভিত্তি করে ‘বিটেল বোন রেয়ার মার্চ” নামের একটি ডকুমেন্টারি মুভি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। আর স্পর্শ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য খুবই উৎসাহিত। কারণ সে অনেকদিন ধরেই আজকের এই দিনের জন্য অপেক্ষা করছিল।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/330WRFd
Bengali News
 

Start typing and press Enter to search