সোশ্যাল মিডিয়ায় Zomato ও Uber eats বয়কটকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। আসলে Zomato একদিকে নিজেকে সেকুলার দেখানোর চেষ্টা করে অন্যদিকে একতরফা সার্ভিস দিয়েছে। আর তারপরেই টুইটারে হিন্দুরা এক হয়ে Zomato ও Uber eats এর বিরুদ্ধে আওয়াজ তুলে। প্রথম দিকে Zomato নিজেকে উদারবাদী দেখানোর চেষ্টা করে। কিন্তু শেষমেষ পোল খুলে যায় Zomato এর। Zomato টুইট করে লিখে যে খাবারের কোনো ধর্ম হয় না। কিন্তু পরে দেখা যায় Zomato ‘মুসলিম বিরিয়ানি’ নামের খাবার বিক্রি করে, যা Zomato এর দ্বিচারিতাকে প্রকাশ করে দেয়।
জানিয়ে দি, Zomato এক হিন্দু গ্রাহককে খবর ডেলিভারি করার জন্য মুসলিম ছেলে পাঠিয়ে ছিল। শ্রাবণ মাস থাকার জন্য হিন্দু যুবকটি Zomato এর কাছে অনুরোধ করেছিল হিন্দু ডেলিভারি বয় পাঠনোর জন্য। কিন্তু Zomato হিন্দু ডেলিভারি বয় পাঠনো তো দূর উল্টে হিন্দু গ্রাহকের টাকা কেটে নেয়। অবশ্য এই ধরনের ঘটনা আরো একটা সামনে এসেছিল, সেক্ষেত্রে গ্রাহক মুসলিম থাকায় Zomato উপযুক্ত পদক্ষেপ নিয়েছিল বলে দাবি।
এখন সোশ্যাল মিডিয়া সূত্রে খবর আসছে যে, Zomato এখন সোজা পথে চলে এসেছে। এক গ্রাহক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে তার খাবার ডেলিভারি দিতে পরের বার হিন্দু ডেলিভারি বয় পাঠনো হবে এটা Zomato আশ্বাস দিয়েছে। প্রমান হিসেবে গ্রাহকটি একটা ভিডিও ও Zomato এর সাথে হওয়া চ্যাট এর স্ক্রিন শটও প্রদান করেছে। Zomato তাদের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে বলে দাবি করা হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2yt5niP
Bengali News