-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ইজরায়েল ভারতকে প্রদান করবে SDR প্রযুক্তি! ভারতের জন্য সহজ হবে বালাকোটের মতো অপারেশন।

- August 03, 2019

ভারতীয় বায়ু সেনা নিজের ক্ষমতায় বৃদ্ধি করে ইজরাইল থেকে সফটওয়ার নির্ধারিত রেডিও অর্থাৎ SDR কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই রেডিও ডিভাইস দ্বারা বায়ু সেনার প্রধান লড়ার বিমান যেমন মিরাজ ২০০০, মিগ ২৯, আর সুখোই-৩০ কে সুসজ্জিত করা হবে। এই SDR গুলি লড়ার বিমান ও দেশের সঞ্চালন কেন্দ্র থেকে সুরক্ষিত সঞ্চারের জন্য ব্যাবহার করা হবে। সাথেই এই রেডিও ফাইটার বিমান ও AWAC এয়ারবোর্ণ ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে সুরক্ষিত সংবাদ স্থাপন করায় সহায়ক হবে।

সফটওয়ার ডিফাইংড রেডিও অর্থাৎ SDR যুদ্ধের স্থিতির সময় বায়ু ক্ষেত্রে যোগাযোগ জাম করায় শত্রুদের চেষ্টার মোকাবিলা করার জন্য অপরিহার্য সহায়তা করবে। যদি শত্রু দেশ ভারতীয় বায়ু সেনা বিমানের দ্বারা ব্যাবহার করা ফ্রিকোয়েন্সিকে জ্যাম করার চেষ্টা করে, তবে ভারতীয় বায়ু সেনার বিমান এই রেডিওয়ের সাহায্যে দ্রুত এক নতুন ফ্রিকোয়েন্সিতে সঞ্চার করতে পারবে। এই রেডিওয়ের মাধ্যমে সঞ্চার করা পাইলটদের মধ্যে হওয়া কথাবার্তা সুরক্ষিত থাকবে। এতে সঞ্চালন কেন্দ্রে অন্য ছোড়ে  পাইলট যে এই সংবাদের অংশ তার অবস্থার কথা জেনে যাবে।

বালাকোট এয়ার স্ট্রাইকের ব্যাপারে বলতে গিয়ে বায়ু সেনার একজন বরিষ্ঠ কর্মকর্তা বললেন ” আমরা যা কথা বলছিলাম তা আমাদের শত্রু দেশও শুনতে পাচ্ছিল।” উনি বললেন যে SDR এটি সুনিশ্চিত করবে যে শত্রুদেশ আমাদের কথাবার্তা ধরতে ও শুনতে না পারে। সাথেই ডেটা লিংকিং এটা সুনিশ্চিত করবে যে কোন বিমান উড়ছে। তাই জন্য এটি স্পষ্ঠ যে বালাকোট এয়ার স্টাইকের সময় ভারতীয় বায়ু সেনার সুরক্ষিত সঞ্চার করতে অসুবিধা হয়েছিল।

কিন্তু এবার এই সমস্যার সাথে মোকাবিলা করার জন্য ইজরাইলের সাথে SDR কেনার চুক্তি করা হয়ে গেছে। বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতীয় বায়ুসেনা জৈস-এ-মহম্মদ এর অনেক ঠিকানায় হামলা করেছিল। যদিও সঞ্চারে কোনো রকমের ভুল এরকম গুরুত্বপূর্ণ মিশনে মারাত্মক প্রমান হতে পারে যার ফলে পাইলটের প্রাণও যেতে পারে।

কোনো মিশনের সময় সঞ্চার ব্যাবস্থা সুরক্ষিত না হলে শত্রু দেশ কোনো গুরুত্বপূর্ণ কথা শুনে ফেলে বিমানের লোকেশন জেনে যেতে পারে আর নিজেদের বাঁচানোর জন্য বিমানের উপর জবাবি কার্য করে এন্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে হামলা করতে পারে। এবার এই SD রেডিও সিস্টেমের বিমানে উপস্থিত থাকায় ফাইটার পাইলট ভালো ভাবে নিজেদের মধ্যে সঞ্চার করতে পারবে এবং এই শত্রুদের সাথে ছল করতে পারবে। এর ফলে ভারতীয় বায়ু সেনা আরো ভালো ভাবে বালাকোটের মতো হামলা করতে পারবে। যদিও বায়ু সেনা এখন শুধু ৪০০টি SDR-ই কিনছে কারণ এটি অত্যন্ত অপরিহার্য। তাই যখন এই উপকরণটি ভারতে এসে যাবে এবং ভারতীয় ফাইটার জেট এর থেকে লেস হয়ে যাবে তখন এটি নিশ্চই পরবর্তী সময়তে ভারতীয় বায়ু সেনার জন্য গেম চেঞ্জার প্রমাণিত হবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GIAImk
Bengali News
 

Start typing and press Enter to search