-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হাউস এরেস্ট অবস্থায় মেহেবুবা-উমর আব্দুল্লাহ করলেন হাতাহাতি, লড়াই! করা হলো অন্যত্র শিফট।

- August 11, 2019

ধারা 370 কে সরানোর পরেই মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ দুজনেকেই নজর বন্ধি করে রাখা হয়েছে। দুজনকে শ্রীনগরে নজরবন্ধি করে রাখা করে রাখা হয়েছে। এখন দুজনের সাথে জড়িত খবর গুলি সামনে আসছে। দৈনিক ভাস্করে ছাপা রিপোর্ট অনুযায়ী, নজরবন্ধিতে মেহবুবা ও ওমর নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দেয়। কর্মকর্তারা এখন তাদের আলাদা আলাদা জায়গায়  সিফ্ট করে দিয়েছে। দুজনে এখন সেই হরিনিবাসে নজরবন্ধি হয়ে আছেন। যেখানে, সীএম থাকাকালীন তারা বিচ্ছিন্নতাবাদীদের বন্ধি করে রাখতেন। গুলাম নবী আজাদ যখন CM হয় তখন তিনি হরিনিবাসকে সীএম হাউস বানিয়ে দেয়। কিন্তু সেখানে তিনি থাকতে যাননি।

হাউস এরেস্ট অবস্থায় দুজনে হাতাহাতি করতে শুরু করে দিয়েছিল। এই কারণে তদের অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীরে অনুচ্ছেদ 370 কে সরানোর পর অবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে। হাউস এরেস্ট অবস্থায় মেহেবুবা ও উমর আব্দুল্লাহ নিজেদের মধ্যে 370 ইস্যুতে আলোচনা করছিল। হটাৎ করে তাদের মধ্যে গালি গালাজ শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি হাতাহাতি, লড়াইতে গিয়ে পৌঁছায়।

জম্মুতে ধারা ১৪৪ কে সরিয়ে দেওয়া হয়েছে। সাবা, কঠুয়া, রিয়াসী, রামবন ও উধামপুরে পরিস্থিতি শান্ত রয়েছে। সোমবার ঈদ উপলক্ষে অনেক এলাকা ও বাজারে রোনাক দেখা দেয়, লোকেরা বাজারে কেনাকাটা করছে, পুলিশও বলেছে খুব তাড়াতাড়ি সব প্রতিবন্ধতা সরিয়ে নেওয়া হবে।

রাজ্যপাল সত্যপাল মল্লিক বলেন “এবার ঘাঁটিতে স্বাধীন ঈদ পালন করা হবে। সব লোক ঈদের প্রস্তুতি নিচ্ছে। আর নির্ভয়ে ভাবে সবাই ঈদ পালন করবে। সত্যপাল মল্লিক  বলেন যে  পিএম বলেছিলেন পুরো হিন্দুস্থানকে এক বানাতে চায়, এখানের নাগরিকদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয় এটাই আমাদের চেষ্টা থাকবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33oHlDY
Bengali News
 

Start typing and press Enter to search