কাশ্মীর ও পাকিস্তান সংক্রান্ত ইস্যু নিয়ে লাগাতার আপডেট আসছে। পাকিস্তান সিজ ফায়ার উলঙ্ঘন করে ভারতে আতঙ্কবাদী প্রবেশ করিয়ে ছিল। এখন ভারতের সেনা চরম একশন মুডে আছে। পাকিস্তানকে কোনোভাবেই ছাড় দেওয়ার মুডে নেই ভারতের সেনা। পাকিস্তান ভারতের সেনাদের হত্যার পরিকল্পনা করেছিল। এর জন্য পাকিস্তান তাদের আর্মির সবথেকে এলিট ফোর্স SSG কামান্ডোর একটা BAT টিম তৈরি করেছিল। জম্মুর কেরান সেক্টরের বর্ডারে উৎ পেতে বসেছিল পাকিস্তানের এই BAT টিম।
এদের উদেশ্য ছিল খুবই ভয়ঙ্করভাবে ভারতীয় সেনার উপর আক্রমণ করা। যেভাবে অমর বলিদানি হেমরাজের উপর আক্রমণ করা হয়েছিল ঠিক ঐভাবেই আক্রমন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ভারতীয় সেনার কাছে পাকিস্তানি সেনারা এই ষড়যন্ত্রের ইনপুট আগে থাকতেই চলে এসেছিল। ভারতীয় সেনার উপর আক্রমন করার আগেই ভারতের সেনা ৩ ই।অগস্ট পাকিস্তানের BAT টিমকে শেষ করে দেয়। পাকিস্তানের কামান্ডোরদের লাশগুলি এখনও জম্মুর কেরান সেক্টরের বর্ডারে পড়ে রয়েছে।
Indian Army: Have offered Pakistan Army to take over the dead bodies(of 5-7 Pak BAT army regulars/terrorists). Pakistan Army has been offered to approach with white flag and take over the dead bodies for last rites,they are yet to respond. pic.twitter.com/x1mF7yHSyv
— ANI (@ANI) August 4, 2019
পাকিস্তান এতটা ভয় পেয়ে রয়েছে যে নিজেদের কামান্ডোরদের লাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়ার সাহস পায়নি। BAT টিমের ৭ কামান্ডোরকে ভারতীয় সেনা শেষ করে দিয়েছে। এর মধ্যে ভারতীয় সেনা পাকিস্তানকে একটা বড়ো অফার দিয়েছে। ভারতীয় সেনা বলেছে- সাদা পতাকা নিয়ে আসতে এবং নিজেদের কামান্ডোদের লাশ উঠিয়ে নিয়ে যেতে। পাকিস্তান সেনা নিজেদের আর্মির এলিট ফোর্সের কামান্ডোরদের লাশ নিয়ে যেতে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করেছে, লাশ তুলতে গেলে উল্টে তারাও লাশে পরিণত হবে। কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানকে অফার দিয়েছে সাদা ঝান্ডা নিয়ে এসে লাশ তুলে নিয়ে যেতে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GLtbD3
Bengali News