বিজেপির বরিষ্ঠ নেত্রী তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে প্রয়াত হলেন। বুকে ব্যাথা নিয়ে উনি দিল্লীর এইমস এ ভর্তি হয়েছিলেন। উনি অনেক সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় ওনার বয়স ছিল ৬৭ বছর।
सुषमा स्वराज जी का अंतिम ट्वीट.
“अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी.” https://t.co/nnHucNj3MJ— रोहित सरदाना (@sardanarohit) August 6, 2019
বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী এবং দিল্লী বিজেপির নেতা হর্ষবর্ধন ওনাকে দেখার জন্য এইমসে গেছিলেন। ঘণ্টা তিনেক আগে উনি শেষ ট্যুইট করেছিলেন। ওই ট্যুইটে উনি কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। উনি লিখেছিলেন, ‘আমি আমার জীবনে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম।”
प्रधान मंत्री जी – आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. @narendramodi ji – Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 6, 2019
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MRRNhF
Bengali News