ইসলামিক দেশগুলির পর এবার ধারা 370 ও কাশ্মীরকে নিয়ে পাকিস্তান চীনের থেকেও এক বড় ঝটকা পেয়েছে।
ভারত ৫ আগস্ট ২০১৯-এ নিজের একটি রাজ্য জম্মু কাশ্মীর থেকে ধারা 370 কে সমাপ্ত করে দেয় এবং সেটিকে কেন্দ্র শাসিত প্রদেশ বানিয়ে দেয়।
এই ঘটনার পর পাকিস্তান উত্তেজিত হয়ে রয়েছে। পাকিস্তান একটি হাইলেভেল মিটিংয়ের ভারতের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ককে ভেঙে দেয়। পাকিস্তান জানায় যে তারা ভারতের সব বাণিজ্য বন্ধ করে দেবে। যদিও বিশেষজ্ঞদের মতে এতে পাকিস্তানের নিজের ক্ষতি হবে।
এখন পাকিস্তানের মিডিয়া, পাকিস্তানের বুদ্ধিজীবী এবং রাজনেতা ভারতের বিরুদ্ধে একটানা বিষ উগরে দিতে শুরু করেছে।
এর মধ্যে পাকিস্তানের ভরসা ছিল যে চীন হয়তো তাদের সাহায্য করবে কিন্তু চীন ধারা 370 ও কাশ্মীরের মামলায় পাকিস্তানকে ঝটকা দিয়ে দেয়। চীনের বিদেশ মন্ত্রালয় পাকিস্তানকে বলে যে আপাতত তারা ভারত, ধারা 370 ও কাশ্মীরের মামলায় কিছু বলতে পারবে না। অর্থাৎ চীন এখন তাদের কোনো ভাবে সাহায্য করতে পারবে না। চীন এখন আমেরিকার সাথে ট্রেড বারে বাস্ত আছে তাই সে পাকিস্তানকে চুপ থাকার পরামর্শ দিয়েছে এবং তার প্রভাব লক্ষ করা যাচ্ছে।
চীন পাকিস্তানের উপর থেকে তাদের হাত সরিয়ে নিয়েছে। কিছুদিন আগে পাকিস্তানের নেতা ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে কিন্তু আজ পাকিস্থানের বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশি নিজের সুরই বদলে দেয় এবং বলে যে পাকিস্তান যুদ্ধের কথা ভাবছে না বা সেই দিকে দেখছে না, কিন্তু হ্যাঁ তবে তারা ভারতের বিরুদ্ধে সংযুক্ত রাষ্ট্রে মামলা তুলবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2M9gOoH
Bengali News