-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রিচা ভারতী-কে কোরান বিলি করার শর্ত দেওয়া বিচারকের বহিস্কারের দাবিতে আন্দোলনে বসল আইনজীবীরা

- July 17, 2019


সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট নিয়ে চলা বিতর্ক এবার নয়া মোর নিলো। মঙ্গলবার রাঁচির একটি আদালত দ্বারা গ্র্যাজুয়েট ছাত্রী রিচা ভারতী-কে কোরান বিলি করার শর্তে জামিন দেওয়ার মামলা সামনে এসেছে। আর আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাঁচি জেলা বার অ্যাসোসিয়েশন সর্বসম্মতিতে বিচারক মনিষ কুমার সিং কে আদালত থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

রাঁচি জেলা বার অ্যাসোসিয়েশন এই রায় শোনানো বিচারক মনিষ সিং-এর কোরান বিলি করার নির্ণয়ে বেজায় ক্ষুব্ধ। রাঁচি জেলা বার অ্যাসোসিয়েশন জানায়, তাঁরা সমস্ত রকম বিচার এবং আইনি প্রক্রিয়াকে ততদিন বয়কট করবে, যতদিন না মনিষ সিং কে আদালত থেকে অন্যত্র না পাঠানো হয়।

আদালতের নির্ণয়ে ক্ষুব্ধ রাঁচি জেলা বার অ্যাসোসিয়েশন এর অ্যাডভোকেটদের থেকে জুডিশিয়াল কমিশনার ৪৮ ঘণ্টার সময় চেয়েছেন। রাঁচি জেলা বার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ৪৮ ঘণ্টার মধ্যে যদি এরকম আজব নির্দেশ দেওয়া বিচারক মনিষ সিং এর ট্র্যান্সফার অন্যত্র না করা হয়, তাহলে তাঁরা অনির্দিষ্ট কালের জন্য আদালতকে বহিস্কার করবে।

আন্দোলনকারী অ্যাডভোকেট কুন্দন প্রকাশন জানান, আদালতের এমন আজব ফরমানে সামাজিক সাদৃশ্য ভঙ্গ হচ্ছে। যদি এরকম নেতাগিরিই করতে হয়ে, তাহলে ইস্তফা দিয়ে বিচারককে রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত। আন্দোলনকারী আইনজীবীরা জানান, আদালতের এরকম শর্ত এর আগে কোন দিনও শোনা যায়নি। এটা খুবই নিন্দনীয় ব্যাপার।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32uGPnn
Bengali News
 

Start typing and press Enter to search