একদল মুসলিম যুবক এক ব্যাক্তিকে বেধড়ক মারধর করার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেই টুইটার ইউজার ওই ভিডিওটি পোস্ট করেন, উনি লেখেন যে, উত্তর প্রদেশের আমেঠিতে এক দলিত ব্যাক্তিকে বেধড়ক মারধর করে একদল মুসলিম যুবক। ভিডিও ভাইরাল হওয়ার পর আমেঠি পুলিশ শনিবার ১৩ ই জুলাই একটি প্রেস বার্তা দেন। ওই প্রেস বার্তায় এই ঘটনার কথা স্বীকার করেন পুলিশের আধিকারিক।
আমেঠি পুলিশ দ্বারা জারি করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, আমেঠির এক পুলিশ আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করে বলেন যে, এটি উত্তর প্রদেশের জায়স জেলার ২১ জুন ২০১৯ এর ঘটনা। সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হয়, আর এক সম্প্রদায়ের মানুষ দলিত ব্যাক্তি শশাঙ্ক পদম ঘুসর-কে বেধড়ক মারধর করে।
अमेठी में एक हिन्दू ( दलित ) लड़की से छेड़छाड़ के बाद उसका विरोध करनें आये भाई को पीटते हुए शांतिपूर्ण मुसलमान।
इसको छापो सत्यहिन्दी में और करवाओ जांच।
— AVNIJESH (@Avnijesh) July 13, 2019
শশাঙ্কের সাথে সাথে তাঁর ভাই আর স্ত্রীকেও মারধর করে ওই মুসলিম যুবকেরা। উনি বলেন, শশাঙ্কের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সেদিনই আইপিসি ধারা আর এসসি/এসটি আইনে মামলা রুজু করা হয়।
#amethipolice सोशल मीडिया पर प्रसारित हो रही खबर अमेठी में एक हिन्दू(दलित)लड़की से छेड़छाड़ के बाद उसका विरोध करने आये भाई को पीटने के संबन्ध में सोशल मीडिया पर प्रसारित खबर के संबन्ध में क्षेत्राधिकारी तिलोई द्वारा दी गई बाइट@Uppolice @adgzonelucknow @digfaizabad @VashiAgniveer pic.twitter.com/yyLosQDXcq
— AMETHI POLICE (@amethipolice) July 13, 2019
এর সাথে সাথে আধিকারিক জানান যে, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং, বাকিদের বিরুদ্ধে হাই কোর্টের আরেস্টিং স্টে অর্ডার আছে। উনি বলেন এই ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শোনা যাচ্ছে যে, একদল মুসলিম যুবক শশাঙ্কের বোনের শ্লীলতাহানি করে, আর সেই ঘটনার বিরোধিতা করলে মুসলিম যুবকেরা শশাঙ্কের উপর হামলা করে আর তাঁকে বেধড়ক মারধর করে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2YS7eJR
Bengali News