হিমাচল প্রদেশের সোলন জেলার কুমহারহট্টি-নাহন মার্গে একটি বহুতল বিল্ডিন ধসে যায়। বিল্ডিং এর নীচে সেনার ৩৫ জন জওয়ান ছিলেন, যাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেতেই প্রশাসন আর বাঁচাও কর্মীরা ঘটনাস্থলে রওনা দেয়।
Himachal Pradesh: 10 people rescued from the debris of a building in Kumarhatti that collapsed today. Director cum Special Secretary Revenue & Disaster Management DC Rana, says, "total 25 persons were on the spot. It is raining heavily. NDRF team from Panchkula moving"
— ANI (@ANI) July 14, 2019
সাতজন আহতকে স্থানীয় ধর্মপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পরবানু আর সোলন থেকে সাতটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই সম্বন্ধ্যে আধিকারিক তথ্য যোগার করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, ওই বিল্ডিং এ একটি ধাবা ছিল, যেখানে প্রায় ৩৫ জন সেনা জওয়ান খাবার খাচ্ছিল।
প্রধান সচিব বি.কে আগরওয়াল জানান, পঞ্চকুলা থেকে এনডিআরএফ এর দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ আর সেনা উদ্ধার কাজে লেগে আছে। দশ জনকে বাঁচানো হয়েছে। সাহাজ্যের জন্য স্ট্যান্ড বাই মুডে হেলিকপ্টার রাখা হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XKvPDF
Bengali News