আরো একবার অতি সেকুলার হিন্দু যুবতী লাভ জিহাদের (Love Jihad) শিকার হলো। যুবতী মাত্র ১৯ বছরের ছিল। জন্ম থেকেই যুবতী তথাকথিত সেকুলারিজমের শিক্ষা পেয়েছিল। অন্যদিকে যে এই যুবতীর হত্যা করেছে সে ছোটো থেকেই উন্মাদী জেহাদী শিক্ষা পেয়ে বড়ো হয়েছিল। ১৯ বছরের যুবতী খুশি পরিহারকে তার প্রেমিক আশরাফ শেখ মাথা গুঁড়িয়ে হত্যা করেছে। আশরাফ শেখ নামের ব্যাক্তি এক টানা অনেক সময় ধরে খুশির সাথে সময় কাটিয়ে ছিল। আশরাফ খুশির সাথে লিভ ইন রিলাশনশিপেও ছিল।
কিন্তু শেষমেষ সে খুশিকে হত্যা করে রাস্তায় ফেলে দেয়। পাথর দিয়ে মাথায় আঘাত করে খুশির হত্যা করে আশরাফ শেখ। ঘটনা মহারাষ্ট্র এর নাগপুর জেলার কেলভাদের, সেখানেই হাইওয়ের ধরে খুশি পরিহারের শব পাওয়া গেছে। খুশি পরিহার রাইসোনি নামের এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার করতো। সে নিজের মা বাবার থেকে আলাদা হয়ে লিভ ইন রিলেশনশিপে ছিল।
Another Hindu girl, Khushi Parihar 19, Left her parents for Ashraf Afsar Sheikh
Ashraf Afsar Sheikh Killed her
He crushed Her head with StonesShe got what she Deserved
No sympathy with HerNote : She was raised as a Secular by Her parents
Parents are also Guilty pic.twitter.com/ws1WPcchtJ— Khushi Singh (@khushi2318) July 14, 2019
সাবালিক হওয়ায় তার নিজের অধিকার ছিল সিদ্ধান্ত নেওয়ার। খুশি নিজের সিদ্ধান্তে বাড়ির আপত্তি সত্ত্বেও আশরাফ শেখের সাথে লিভ ইন রিলেশেনশিপে ছিল। মা বাবাকে ছেড়ে জেহাদীর সাথে প্রেমে মেতে উঠেছিল। খুশির সাথে বেশ অনেক দিন সময় কাটানোর পর আশরাফ নিজের জেহাদীরূপে চলে আসে। খুশির মাথায় পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করে আশরাফ। খুশির হাতে পাতেও আঘাতের চিন্হ পাওয়া গেছে। খুশির শরীরকে অনেক জায়গায় কাটার পর আশরাফ শবদেহকে হাইওয়ের ধরে ফেলে দিয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LkemeQ
Bengali News