জয় শ্রী রাম নিয়ে রাজ্য তথা দেশ অনেকবার উত্তাল হয়েছে। জয় শ্রী রাম না বলায় ঝাড়খণ্ডে বাইক চোর তাবরেজকে পিটিয়ে মারার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশের সর্বত্রই। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনার নিন্দা করে, প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু এরাজ্যে জয় শ্রী রাম বলার জন্য শাসক দলের হাতে খুনের নিন্দা কেউ করেনি। শুধু মাত্র জয় শ্রী রাম বলার অপরাধে এই রাজ্যে ১০ এর উপরে বিজেপি কর্মীদের তালিবানি কায়দায় কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার পর কোন নেতা, মন্ত্রীই দুঃখ প্রকাশ করেননি। না কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে জয় শ্রী রাম এখন অতীত। এরাজ্যে এখন মানুষ আর ভয়ে জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছে না। পাছে শাসক দলের হাতে খুন না হয়ে যেতে হয়। এবার জয় শ্রী রাম-এর বদলে আল্লাহু আকবর স্লোগান নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত তালদি মোহনচাঁদ উচ্চ বিদ্যালয়ে।
১৮ই জুলাই শুক্রবার,স্কুলে প্রার্থনা চলাকালীন জাতীয় সঙ্গীতের বদলে একদল মুসলিম পড়ুয়া ‘আল্লাহু আকবর” এবং বিভিন্ন ইসলামিক স্লোগান দিতে থাকে। জন গণ মন এর যায়গায় ধর্মীয় স্লোগান দেওয়া সহ্য করতে পারেনি, স্কুলের হিন্দু ছাত্র অরূপ হালদার। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অরূপ হালদার জাতীয় সঙ্গীত এর সময় ধর্মীয় স্লোগানের বিরোধিতা করায়, ১০ থেকে ১২ জন মুসলিম পড়ুয়া তাঁকে বেধড়ক মারধর করে।স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া সফিকুল গাজী, আসাদুল গাজীর নেতৃত্বে বেধড়ক মারধর করা হয় হিন্দু ছাত্র অরুপ হালদারকে। মুসলিম ছাত্রদের হাতে মার খাওয়ার পর গুরুতর আহত হন অরুপ হালদার। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক ও অনান্য শিক্ষকেরা ছুটে আসেন। অরুপের অবস্থা গুরুতর দেখে তাঁকে অতি স্বত্বর ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে আসে, এবং অভিযোগ পেয়ে মুসলিম ছাত্র সফিকুল গাজীকে থানায় তুলে নিয়ে যায় এবং হাসপাতাল থেকে অরূপ হালদারকেও থানায় নিয়ে আসে পুলিস। কিন্তু আশ্চর্যজনক ভাবে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় নস্কর বিষয়টি মিটিয়ে নেবার জন্যে অরূপের অভিভাবককে চাপ দিতে থাকেন।রাতেই অভিযুক্ত মুসলিম ছাত্র সফিকুল গাজীকে থানা থেকে ছেড়ে দেয় পুলিস। অন্যদিকে থানায় থাকার সময় অরূপের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার ক্যানিং হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে অরূপ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JX4tAD
Bengali News