জমিয়তে উলামায়ে হিন্দ-র রাষ্ট্রীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেন, ভারতে লাগাতার মব লিঞ্চিং এর ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে মুসলিম এবং সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলেছে। এটা দেশের সংবিধানের লঙ্ঘন করা। ঝাড়খণ্ড মব লিঞ্চিং এর প্রয়োগশালা হয়ে গেছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর মব লিঞ্চিং এর ঘটনা থামার নাম নিচ্ছে না। দেশের বর্তমান পরিস্থিতি ১৯৪৭ এর দেশ ভাগের থেকেও আরও বেশি শোচনীয় হয়ে গেছে।
গত ৪ ঠা জুলাই জমিয়তে উলামায়ে হিন্দ-র ওয়ার্কিং কমিটির বৈঠকে এই কথা বলেছিলেন উনি। জমিয়তের প্রেস সচিব ফজলুর রহমান কাসমি বলেন, ‘বৈঠকে বাবরি মসজিদ, তিন তালাক, এনআরসি আর মব লিঞ্চিং এর ঘটনা নিয়ে চর্চা হয়েছে। মওলানা মাদানী বলেন, সুপ্রিম কোর্টের কড়া আদেশের পরেও এই নৃশংসতা থামার নাম নিচ্ছে না।
১৭ ই জুলাই ২০১৮ এ সুপ্রিম কোর্ট পরিস্কার বলেছিল যে, কোন ব্যাক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। কেন্দ্র সরকার এরকম ঘটনা থামানোর জন্য সংসদে যেন কড়া আইন আনে। কিন্তু এখনো এরকম ঘটনা দেশ জুড়ে লাগাতার হয়ে চলেছে। মাদানী বলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে এখনো পর্যন্ত দেশে ৫৬ টি মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এরকম ঘটনা থামানোর জন্য রাজ্য গুলোতে নির্দেশ পাঠিয়েছে। কিন্তু এরপরেও এই ঘটনা গুলো থামছে না। এই ঘটনা গুলো সামনে তুলে সুপ্রিম কোর্টে যাবে জমিয়তে উলামায়ে হিন্দ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XoyLkh
Bengali News