তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক বছর ২১ শে জুলাই দিনটি তারা শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। ২১ শে জুলাই ধর্মতলাতে তৃণমূল কংগ্রেস তাদের এই বিশেষ দিনটি পালন করে আর তৃণমূলের এই শহীদ দিবসকে কেন্দ্র করে ধর্মতলা হয়ে উঠে চাঁদের হাট। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই আগামী দিনের রাজনৈতিক আজান্ডা ঠিক করে দেন। প্রত্যেক বছর এইদিনটি ধুমধাম করে পালন করলেও এবারের পরিস্থিতি আলাদা। ক্ষমতায় আসার পর এই প্রথমবার অর্থাৎ ২০১৯ শে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা অত্যন্ত নড়বড়ে।
আর এমন পরিস্থিতিতে ২১ শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উনি সরাসরি কটাক্ষ করে বললেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বাসের মালিকদের কাছে যে পরিমান কাটমানি নিয়েছেন তারপর এবার আর কেউ তৃণমূলের মিছিলের জন্য বাস বের করবেন নাকি সে বিষয়ে উনার যথেষ্ট সংশয় রয়েছে। উনি আরও বলেন উনার কথায় তৃণমূল নেতারা এখন আর বাসের মালিকদের থেকে কাটমানি নিতে পারছেন না উল্টে কাটমানি নেওয়া টাকা তাদের ফেরৎ দিতে হবে।
লোকসভা নির্বাচনে ২ থেকে একেবারে ১৮ টি আসন পেয়েছে বিজেপি অপরদিকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে গিয়েছে। তাই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ চাপে রয়েছে। আর সেই চাপ আরও বেড়েছে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মুখে স্বীকার করে নিয়েছেন যে উনার দলের নেতাকর্মীরা কাটমানি নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই দাবির পর থেকে রাজ্য জুড়ে কাটমানি ফেরতের দাবিতে তোলপাড় হয়ে উঠেছে।
আর তৃণমূল কংগ্রেসের এমন কোণঠাসা পরিস্থিতিতে এবারের ২১ শে জুলাই বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি চাইবেন আরও বেশি করে মানুষ এবারে ২১ জুলাইয়ের মিছিলে আসুক। কিন্তু রাজ্য বিজেপির দাবি এবারে রাজ্যের মানুষ আর আসবেন না, তারা সকলেই কাটমানি ফেরৎ চাইবেন। আর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জোরজবরদস্তি ভাবে সাধারণ মানুষকে আনতে চাইলে তারা সরাসরি প্রতিবাদ করবেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2FTrcMI
Bengali News