সমাজ কোনদিকে যাচ্ছে তা অবশ্যই চিন্তার বিষয়। এখন পরিস্থিতি এমন যে জামিন পাওয়ার জন্য কোরান বিলি করতে হচ্ছে। হয় কোরান বিলি করো নাহলে জেলে পচতে হবে। রাঁচির এক মেয়ে রিচা ভারতী ফেসবুকে একটা পোষ্ট করেছিল। সেই পোস্টের ভিত্তিতে পুলিশ রিচা ভারতীকে গ্রেফতার করেছিল। রিচা, তাবরেজ আনসারীকে নিয়ে হওয়া উৎপাতের উপর এক পোস্ট করেছিল। পুলিশ সেই পোষ্টের ভিত্তিতে রিচাকে গ্রেফতার করেছে।
যখন জামিন পাওয়ার জন্য রাঁচি আদালতে পপিটিশন লাগানো হয় তখন আদালত বলে, যদি জামিন চাই তাহলে ৫ টি জায়গায় কোরান বিলি করো।মেয়েটি সাহসী ছিল এবং আদালতের ভণ্ডামির বিরুদ্ধে নির্ভয়ে মুখ খুলেছে। মেয়েটি বলেছে যে সে বিষয়টিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করবে। মেয়েটি এটাও বলে, আজ আদালত আজ কোরান বিলি করতে বলেছে। কাল বলবে নামাজ পড়ো, পরশু বলবে ইসলাম কবুল করে মুসলিম হও।
Very Very Shocking & Bizarre !
Ranchi Court Orders #RichaBharti to distribute Quran as a condition for her bail & she Firmly Opposes it !
Her Only Mistake was she criticized Growing Islam!c fundamentalism in FB !!
I stand with Richa Bharti.And so Every Hindu should pic.twitter.com/SMQnV8S8LL
— Mahesh Joshi
(@MaheshJoshi_MJ) July 16, 2019
ভারত দেশ কথিত ভাবে সেকুলার সেই অর্থে সবাই নিজের নিজের ধার্মিক স্বাধীনতা পায়। কিন্তু দেশের এক আদালত জামিন পাওয়ার শর্ত হিসেবে কোরান বিলি করতে বলেছে। ধীরে ধীরে ভারতে হিন্দুদের সংখ্যা কমে এলে জামিনের শর্ত হিসেবে মুসলিমের সাথে নিকাহ করে ইসলাম কবুল করার কথাও বলা হতে পারে। হিন্দু প্রধান দেশে আদালত কিভাবে হিন্দুদের উপরেই মনমর্জি শর্ত লাগাচ্ছে তা দেখার মতো। রাঁচির আদালত জামিনের জন্য যে শর্ত দিয়েছে সেটাকে মানতে সরাসরি অস্বীকার করেছে হিন্দু যুবতী। আদালত ন্যায় দেওয়ার নামে ভণ্ডামি শুরু করেছে বলেও অভিযোগ উঠেছে। দেশের ন্যায় ব্যাবস্থা এমন হলে সেই দেশে সবকা সাথ সবকা বিকাশ কিভাবে সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2kbsdrO
Bengali News