দিল্লীর প্রসিদ্ধ জামা মসজিদে TikTok ভিডিও করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিছু সময় ধরে ভারতের সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। TikTok এ ভিডিও তৈরি করার ট্রেন্ড চরমে পৌঁছে গেছে, বিশেষ করে যুবক যুবতীর মধ্যে এই ক্রেজ ব্যাপক লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে দিল্লীর জামা মসজিদে TikTok ভিডিও তৈরি করা নিয়ে একটা খবর সামনে এসেছে। যেখানে ২ জন বিদেশী মেয়ের TikTok এ ভিডিও করার ঘটনা প্রকাশ্যে এসেছে। আসলে জামা মসজিদের নামাজ ক্ষেত্রে ২ জন বিদেশী মেয়ে নাচতে নাচতে TikTok ভিডিও তৈরি করেছিল।
জামা মসজিদে তৈরি সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে পড়েছে। যার পর মসজিদ কর্তৃপক্ষ সেখানে TikTok করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তথা ব্যান লাগিয়ে দিয়েছে। মসজিদের ইমাম বলেছেন, এটা ইবাদত করার জায়গা নাচ গানের জায়গা নয়। এতে অনেকের ধার্মিক আস্থা আহত হতে পারে তাই ওই ভিডিওকে TikTok থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সাথে মসজিদ ক্ষেত্রে TikTok ভিডিও করার উপর ব্যান লাগানো হয়েছে।
JAMA MASJID EK PICNIC SPOT ALLHA HEFAZT KARE pic.twitter.com/Fc92gZRgmS
— Abdul Rahim Abbasi (@AbdulRa02818732) April 30, 2019
নতুন নিয়ম লাগু হওয়ার সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষের তরফে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে টিকটিক ভিডিও তৈরি নিষেধ। শুধু এই নয়, একটা টিম তৈরি করা হয়েছে যারা টিকটক ব্যাবহারকারীদের উপর নজর রাখবে। এই টিম ই-রিকশা নিয়ে মজিদের চারিপাশে ঘুরে বেড়ায় এবং টিকটিক ভিডিও তৈরিকারীদের উপর নজর রাখে। মসিজদের ইমাম বলেছেন, যদি কেউ টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ধরা পড়ে তবে তাকে ভিডিও ডিলেট করতে বলা হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2R1482X
Bengali News