NRS কাণ্ডের ৬০ ঘণ্টা পর আজ SSKM পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে গিয়ে তিনি রোগী এবং রোগীদের পরিবারের সাথে কথা বলেন। এবং তিনি জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়ে চার ঘণ্টার মধ্যে কাজ শুরু করতে বলেন। তিনি হাসপাতালে গিয়েও রাজনীতি করতে ছাড়েন নি। তিনি পরোক্ষ ভাবে এনআরএস এর ডাক্তারদের বিজেপি আর সঙ্ঘ ঘনিষ্ঠ বলেন। এরপর তিনি বলেন যে, একটা জুনিয়র ডাক্তারদের পিছনে আমার সরকারের ২৫ লক্ষ টাকা খরচ হয়। এমনকি তিনি এও বলেন যে, এদের ডাক্তার হওয়ার যোগ্যতাই নেই। এরা রোগীর পদবী দেখে চিকিৎসা করছে। সেখানে গিয়ে তিনি এনআরএস এ হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে একটাও বাক্য খরচ না করে, উলটে ডাক্তারদের বহিরাগত বলে বসেন। মুখ্যমন্ত্রীর চার ঘণ্টায় কাজ শুরু করার হুঁশিয়ারি দেওয়ার পর, SSKM এ জরুরি বিভাগের কাজ শুরু হয়।
আরেকদিকে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি দেওয়ার পর NRS এ আবারও ডাক্তারদের উপর হামলা হওয়ার মামলা সামনে আসে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে আচমকা এক দল দুষ্কৃতী NRS এর জুনিয়র ডাক্তারদের উপর হামলা করতে আসে। দুষ্কৃতীদের এই অতর্কিত হামলা সৌম্যদীপ মজুমদার নামে এক ডাক্তারের মাথা ফেটে যায়।
সৌম্যদীপ মজুমদার ল্যাণী মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। NRS এ জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে সে এখানে এসেছিল। প্রথমে হামলাকারীদের হামলায় NRS এর ডাক্তারেরা ছত্রভঙ্গ হয়ে গেলেও, পরে প্রতিরোধ গড়ে তুলে সবাই এক হয়ে হামলাকারীদের দিকে তেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে NRS এর মেইন গেট বন্ধ করে দেওয়া হয়।
জুনিয়র ডাক্তারেরা অভিযোগ করে জানান যে, বাইরে পুলিশ থাকা স্বত্বেও হামলাকারীরা এলো কোথা থেকে? এমনকি হামলার সময় কোন পুলিশকে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায়নি। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন উঠে। তাহলে কি এখন বারবারই মার খেতে হবে এই জীবনদায়ী ডাক্তারদের?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XHUQLF
Bengali News