বরাবরই বাংলার কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম গুলোর মধ্যে কয়েকটির উপর সবসময় একটু রঙচং বাড়িয়ে এবং শাসক দলের পৃষ্ঠপোষক হয়ে কাজ করতে শোনা যায়। এদের মধ্যে কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আবার মুখ্যমন্ত্রী নিজেই জিহাদ ঘোষণা করেন। আবার পরে তিনি ওই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তাঁদের প্রশংসাও করেন। আবার কিছু কিছু দৈনিক খবরের কাগজের মধ্যে সংবাদ বিকৃত করে প্রকাশ, ভুয়ো তথ্য এবং নির্দিষ্ট একটি দলের বিরোধিতা করার অভিযোগও ওঠে।
এভাবেই দিনের পর দিন মেরুদণ্ড বিকিয়ে সংবাদ প্রকাশ করে যায় সেরকমই কিছু সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ। কিন্তু সেখানেও আজকাল পার্টির ছোঁয়া লেগে গেছে। মানুষকে সঠিক তথ্য দেওয়ার থেকে, মানুষের কাছে পার্টির কথা পৌঁছে দিতে তাঁরা ব্যাস্ত। এরকমই কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা এবং রোগীর পরিবারেরা।
সোমবার NRS এ জুনিয়র ডাক্তারের উপর হামলার পর কেটে গেছে ৬০ ঘণ্টারও বেশি সময়। কিছু সংবাদ মাধ্যম সেখানে আসল খবর না দেখিয়ে, তাঁরা নিজেদের মত খবর সংগ্রহ করে প্রকাশ করে চলেছেন। আর তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কর্মবিরতিতে বসা একজন জুনিয়র ডাক্তার।
ওই জুনিয়র ডাক্তারের কাছে বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমের মধ্যে নাম আসা এবিপি আনন্দের রিপোর্টার খবর সংগ্রহ করতে গেলে জুনিয়র ডাক্তারের মধ্যে একজন মুখের উপরে বলে দেন, ‘এবিপি আনন্দ হলুদ সাংবাদিকতা করে, তাই আপনাদের সাথে আমাদের কোন কথা নেই।”
আরেকদিকে এনআরএসে ডাক্তার দেখাতে আসা এক মুসলিম মহিলা আনন্দ বাজারের একটি প্রতিবেদন দেখিয়ে এবিপি আনন্দের উপর ক্ষোভ উগরে দেন। যত সম্ভব ওই মহিলাকে নিয়ে কোন ভুয়ো খবর ছেপেছিল আনন্দবাজার। আর সেই নিয়েই প্রতিবাদ করেন তিনি। ওনার প্রতিবাদ দেখে সেখান থেকে এবিপি আনন্দের সাংবাদিক মাইক, ক্যামেরা নিয়ে পালাতে বাধ্য হন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WHUmcd
Bengali News