-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাস্তা কবজা করে নামাজ পড়ার জন্য ইমাম সহ ১০০ জনের বিরুদ্ধে দায়ের হলো FIR

- June 13, 2019


UP এর বেরোলি চৌকি চৌমাথায় অবস্থিত মাজার এর সামনের রাস্তায় নামাজ পড়া নিয়ে শুক্রবার হওয়া ঝামেলায় পুলিশ বড় একশন নিয়েছে। অনেক লোক কোতওয়ালিতে পৌঁছে ঝামেলা করেছে ও তারপর বলপূর্বক রাস্তায় নামাজ পড়া হয়।
এবার পুলিশ মামলায় কাজ করতে গিয়ে মসজিদের ইমাম, তার ছেলে সহিত, আর ১২ জনের বিরুদ্ধে মামলা দাখিল করেছে। সাথেই  ১০০ অজ্ঞাত লোকেদের বিরুদ্ধেও FIR দাখিল করা হয়েছে। FIR এর পর কট্টরপন্থীদের মধ্যে উৎপাত শুরু হয়ে গেছে। আসলে ন্যাশনাল হাইওয়েতে শহর কোতওয়ালিতে অবস্থিত চৌকি চৌমাখায় একটি মাজার আছে। সেখানে শুক্রবার পুরো রাস্তাকে ঘিরে নামাজ পড়া হয়।

এরফলে রাস্তায় লম্বা জ্যাম সৃষ্টি হয়। ঘটনার সময় পৌঁছানো পুলিশ রাস্তায় নামাজ পড়া হতে না দেওয়ায়, অনেক লোক শহর কোতাওয়ালিকে ঘিরে ধরেছিল। থানায় থাকা ইন্সপেক্টরকে অনেক খারাপ কথা শোনানো হয়। এরপর ইন্সপেক্টর পঙ্কজ শর্মাকে হুমকি ধমক দিয়ে আরেকবার আরো বেশি সংখ্যক লোক নামাজ পড়তে জড়ো হয়। মামলা হাত থেকে বেরিয়ে যেতে দেখে আশেপাশের থানার পুলিশ সমেত    এসপিসিটি, এসপিসিটি ১, এসপিসিটি ৩ ও সিটি ম্যাজিস্ট্রেট  সেখানে পৌঁছায়। এরপর লোকেদের এসপিসিটি কড়া ভাবে  বোঝায় যে আজকের পর যদি এরকম রাস্তা ঘিরে নামাজ পড়া হয় তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসপিসিটি এটাও বলেছিলেন যে গুজব ছড়ানোকারীরা ও লোকেদের ইন্ধন যারা করবে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইএমসি নেতা ড:নফিস ঘটনায় পৌঁছে আগুনে ঘি দেওয়ার কাজ করেছিলেন ও কোতওয়ালির লোকেদের খেপিয়ে দিয়ে নামাজ পড়তে নিয়ে গেছিলেন। ড:নফিস এর বক্তব্য ছিল যে এখানে বহু বছর ধরে নামাজ পড়া হচ্ছে। কিন্তু বিজেপি রাজত্বে পুলিশ প্রশাসন নামাজ পড়তে দিচ্ছে না।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2X76mmV
Bengali News
 

Start typing and press Enter to search