কংগ্রেস পার্টি প্রবক্তা রণদীপ সুরজেওয়ালা আজকে সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) সন্যাসের খবর দিয়ে পর্দা সরিয়ে বলেই দিলেন যে এইসব জালি খবর ও পৃথিবীর কোনো শক্তি রাহুল গান্ধীর থেকে অধ্যক্ষর পদ ছিনিয়ে নিতে পারবে না। কিছুদিন ধরেই গুজব রোটানো হচ্ছিল যে রাহুল গান্ধী কংগ্রেস পার্টির সভাপতি পদ থেকে সরে যেতে পারে। কিন্তু আজ রণদীপ সুরজেওয়ালা স্পষ্ট জানান যে রাহুল গান্ধী আছে এবং থাকবেন। উনি আজকে পাবলিকের সামনে এটি ঘোষণা করেই দিলেন যে রাহুল গান্ধী পার্টির অধ্যক্ষ ছিলেন আছেন ও সর্বদা থাকবেন।
সরকার আসবে ও যাবে কিন্তু রাহুল গান্ধী অধ্যক্ষ হিসাবে থেকে যাওয়া দরকার বলে মত কংগ্রেসের। রাহুল গান্ধীর ব্যাপারে হওয়া এই ভবিষৎ বাণীর পর কংগ্রেসে থাকা অন্য কর্মকর্তারাও একস্বরে এই কথাটি পুনর্ব্যক্ত করে বলেন- ” সরকার আসবে ও যাবে কিন্তু রাহুল গান্ধী অধ্যক্ষ হিসাবে থেকে যাওয়া দরকার।’ যদিও রাহুল গান্ধীর নেতৃত্ব ক্ষমতায় প্রভাবিত হয়ে ওনার ভবিষ্যতের ব্যাপারে কিছুদিন আগেই কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুর্সিদও ভবিষ্যৎবাণী করে বললো: “রাহুক গান্ধীর মতো দ্বিতীয় মূর্খ ব্যাক্তি পাওয়া সম্ভব না, ওনার জায়গা কেউ নিতে পারবে না।”
বিজেপি কার্যকর্তারা সবার মধ্যে ভাগাভাগি করলো মিষ্টি: কংগ্রেসের দ্বারা রাহুল গান্ধীর জন্য হওয়া ভবিষৎবানির এই ঘোষণার ব্যাপারটি নিয়ে বিজেপি কর্মকর্তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা দেয়। সব গলি ও এলাকায় বিজেপির লোকেরা ঘুরে ঘুরে মিষ্টি বিতরণ করে ও রাস্তায় জমিয়ে নাগিন ডান্সও করে। কারণ রাহুল কংগ্রেসের সভাপতি থাকলে বিজেপি নিশ্চিন্তে নির্বাচনে জয়লাভ করে যাবে। এরপর কার্যনির্বাহী মিটিং এ বিজেপি নেতাদের বলতে শোনা গেছে, যে এবার যখন ২০৪৭ অব্দি রাহুল গান্ধী কংগ্রেসের অধ্যক্ষ হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যাতে লাভ বিজেপি পার্টির হবে। রাহুল গান্ধীর আজীবন অধ্যক্ষ হয়ে থাকার এই ভীষ্ম প্রতিজ্ঞার সাথে সাথে রাজনৈতিক মহলে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31vGsZh
Bengali News