পশ্চিমবঙ্গ (West Bengal) কাশ্মীর হওয়ার দিকে এগোচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ কাশ্মীরে হিন্দু বিতাড়নের আগে যা যা ঘটত ঠিক তাই তাই এখন পশ্চিমবঙ্গে ঘটছে। লাগাতার রাজনৈতিক উত্তাপ, মানুষ খুন, সাম্প্রদায়িক সংঘর্ষ, রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এখন পশ্চিমবঙ্গের সাধারণ ব্যাপার। পুরো দেশের মধ্যে সবথেকে অশান্ত রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কিছু কিছু জন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছে। সোশ্যাল মিডিয়া লাগাতার রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে। লোকসভা ভোটের প্রাক্কালে বেশ কিছু জায়গায় হিন্দুদের দমন করা হয়েছে। হিন্দুদের ভোটার কার্ড কেড়ে নেওয়া, ভোট প্রদানে বাধা দেওয়ার ঘটনা সামনে এসেছিল। ডায়মন্ড হারবারের কিছু এলাকা থেকে হিন্দুদের পলায়ন করতে বাধ্য করা হয়েছিল। তবে ভোটের পর রাজ্যের অবস্থা যে খুব ভালো তা নয়।
ভোটের পরেও হিংসা, সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল সন্দেশখালিতে ৫ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তপন মন্ডল, সুকান্ত মন্ডল, প্রদীপ মন্ডল সহ আরো দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সরাসরি মাথায় গুলি করে এই বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। তৃণমূল নেতা শাহাজান শেখের নেতৃত্বে ১৫০০ জন মতো জিহাদি এলাকায় তান্ডব চালায়। স্থানীয়রা অভিযোগ তুলেছে, শাহাজান শেখের নির্দেশ মতো পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। পুরো ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে।
3 BJP workers shot dead by TMC goons in Sandeshkhali, West Bengal. @mamataofficial is directly responsible for unleashing violence against BJP workers.
We will be reaching Union Home Minister Sh @amitshah ji to apprise him of Sandeshkhali killings.
— Mukul Roy (@MukulR_Official) June 8, 2019
সন্দেশখালির ঘটনার পর আরো একবার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তীব্র হয়ে উঠছে। এক হিন্দু সংগঠনের দাবি ঘটনাটি রাজনৈতিক সংঘর্ষ দিয়ে শুরু হলেও সেটা পরে সাম্প্রদায়িক হিংসার রূপ নেয়। ঘটনার সূত্রপাত পতাকা খুলে নেয়াকে কেন্দ্র করে হয়। এলাকায় বিজেপির পতাকা লাগিয়ে ছিল গ্রামের বিজেপির কর্মীরা। সেই পতাকা খুলে ফেলতে শুরু করে তৃণমূলের গুন্ডারা, ঘটনার প্রতিবাদ করলে শাহাজান শেখ তার দলবল নিয়ে হাজির হয়। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত সন্দেশখালির হাটগাছিতে এক তরফা তান্ডব চালায় শাহাজান শেখের নেতৃত্বে থাকা গুন্ডারা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WVRMhR
Bengali News