পাকিস্তানের সিন্ধু প্রদেশে জোর করে এক ১৩ বছর বয়সী হিন্দু নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণের ঘটনা সামনে এলো। এই ঘটনা সিন্ধু প্রদেশের মোহম্মদ খান জেলায় গত ৭ই জুন ঘটেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘ডন” অনুযায়ী, নাবালিকা বাড়ি থেকে মুদির দোকানে যাচ্ছিল। আর সেই সময় অভিযুক্তরা তাঁকে ডেকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করে।
নাবালিকা সময় মোট বাড়ি না ফিরে যাওয়ায় তাঁর বাবা আর ভাই খোঁজাখুঁজি শুরু করে দেয়। এলাকার এক চিনি মিলের পাশে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়। নির্যাতিতার বাবা এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন, এবং ওনার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালত শনিবার দুই অভিযুক্তকে চারদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায়।
পুলিশ অনুযায়ী, নির্যাতিতা হিন্দু নাবালিকাকে পাকিস্তানের হায়দ্রাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের ডাক্তারেরা ওই নাবালিকার সাথে ধর্ষণ হয়েছে বলে জানান। জেলার পুলিশ সুপার জুলফিকার তালপুর বলেন, এরপরের তদন্তের জন্য নাবালিকা এবং অভিযুক্তদের ডিএনএন স্যাম্পেল নেওয়া হবে। এবং দোষী সাব্যস্ত হলে, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা এটাই প্রথম না। ওই দেশে রোজই কোথাও না কোথাও হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী শোনা যায়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বড়াই করে বলেছিলেন যে, পাকিস্তানে সংখ্যালঘুদের যত আদর যত্নে রাখা হয়। তাঁর সিকিভাগও ভারতের মুসলিমদের আদর যত্নে রাখা হয়না।
মাস খানেক আগে পাকিস্তানের এই সিন্ধু প্রদেশে দুই হিন্দু নাবালিকা বোনকে অপহরণ করে নিয়ে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করার মামলা সামনে এসেছিল। তারপর অনেক প্রতিবাদ হলেও, পাকিস্তানে হিন্দু মেয়েদের উপর অত্যাচার বন্ধ হয়নি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QXDTu3
Bengali News