লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু এরাজ্যে ভোট পরবর্তী হিংসা এখনো শেষ হয়নি। শনিবার বিকেলে উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি এলাকায় তৃণমূল আর বিজেপি কর্মীদের মধ্যে চরম সংঘর্ষ বাধে। তৃণমূল নেতা শেখ শাহাজাহানের নেতৃত্বে তিন বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ, আর তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।
পুলিশ এই ঘটনা নিয়ে এখনো তেমন কিছু বলতে চান নি। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য এলাকায় বিশাল পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির অভিযোগ অনুযায়ী, এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর আক্রমণ করে।
Details of murdered and missing BJP workers:
Sukanta Mandal (shot in his eyes)
Pradip Mandal (shot in his eyes)
Tapan Mandal (shot in the forehead)
Shankar Mandal (Missing)
Debdas Mandal (Missing)
Sanjoy Mandal (Missing)
Sanjay Mandal’s brother in law is also missing. pic.twitter.com/dVmR2GyD4F— BJP Bengal (@BJP4Bengal) June 8, 2019
বিজেপি নেতা তথা বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু জানান, দলের তিন কর্মী সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল আর শঙ্কর মণ্ডলকে তৃণমূলের দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে। তিনি জানান, বিজেপির কর্মীরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়।
. @mamataofficial’s goons shot 3 BJP workers dead in Basirhat, West Bengal.
She is getting desperate with each passing moment as she loses peoples' support. In her bid to retain power at any cost, killing opposition party members is the new normal in Bengal.
— BJP Bengal (@BJP4Bengal) June 8, 2019
সায়ন্তন বসু জানান, ‘ তিন বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। আমরা শুনেছি আরও দুই কর্মীকে হতা করেছে ওঁরা। কিন্তু তাঁদের দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের কর্মীরা আমাদের দলীয় পতাকা এবং পোস্টার হটানোর চেষ্টা করছিল, আমাদের কর্মীরা সেটার বিরোধিতা করলেই ওঁরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়।”
3 BJP workers shot dead by TMC goons in Sandeshkhali, West Bengal. @mamataofficial is directly responsible for unleashing violence against BJP workers.
We will be reaching Union Home Minister Sh @amitshah ji to apprise him of Sandeshkhali killings.
— Mukul Roy (@MukulR_Official) June 8, 2019
বিজেপির বরিষ্ঠ নেতা মুকুল রায় বলেন, বিজেপি এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে জানাবে। আরেকদিকে তৃণমূল দাবি করেছে যে, তাঁদেরও এক কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিছুদিন আগে বলেছিলেন যে, এরাজ্যে রাজনৈতিক হিংসার কারণে কোন বিজেপি কর্মী মারা যায়নি। তিনি বলেছিলেন যে, এরাজ্যে বিজেপি কর্মীদের মৃত্যুর পিছনে পারিবারিক বিবাদ আছে।
এছাড়াও তিনি জয় শ্রী রাম ধ্বনি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে, প্রতিটি দলের একটি করে স্লোগান আছে, সেই স্লোগানে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু বিজেপি রাম নাম নিয়ে রাজনীতি করছে। এখন কথা হল, মাননীয়া মুখ্যমন্ত্রী ‘জয় শ্রী রাম” ধ্বনি দেওয়া যাবেনা, কিন্তু দলের রাজনৈতিক স্লোগান নিয়ে কোন আপত্তি নেই। আরেকদিকে তৃণমূল দলের কর্মীরা জয় শ্রী রাম ধ্বনি দূরের কথা বিজেপির পতাকা পর্যন্ত সহ্য করতে পারছে না। এরপরেও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বড়াই করে বলেন দেশের মধ্যে শুধু এরাজ্যেই গণতন্ত্র আছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XAjwFM
Bengali News