মঙ্গলবার সপ্তদশ লোকসভা নির্বাচনের পর সংসদ অধিবেশনের দ্বিতীয় দিন ছিল। আর এই দ্বিতীয় দিনে সংসদে এক মুসলিম সাংসদের বক্তব্যতে হাঙ্গামা হয়। উত্তর প্রদেশের প্রাক্তন সরকার সমাজবাদী পার্টির সাংসদ শাফিকুর রহমান শপথ নেওয়ার পর ‘বন্দেমাতরম” কে ইসলাম বিরোধী বলে, সংসদ ভবনে এই ধ্বনি না তোলার কথা বলেন। রহমানের এই বয়ানের পর বিজেপি এবং এনডিএ জোটের সাংসদেরা সংসদ ভবনে ওনার চরম বিরোধিতা করেন। আজকের অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি এবং তাঁর সহযোগী দল গুলো সংসদ ভবনে বন্দেমাতরম আর ভারত মাতা কি জয় ধ্বনি তোলেন।
#WATCH: Slogans of Vande Mataram raised in Lok Sabha after Samajwadi Party's MP Shafiqur Rahman Barq says, "Jahan tak Vande Mataram ka taaluq hai, it is against Islam we cannot follow it" after concluding his oath. pic.twitter.com/8Sugg8u8ah
— ANI (@ANI) June 18, 2019
অধিবেশনের দ্বিতীয় দিনে উর্দুতে শপথ নেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান। উর্দুতে শপথ নেওয়ার পর রহমান বলেন, ভারতের সংবিধান জিন্দাবাদ। কিন্তু বন্দেমাতরম ইসলাম বিরোধী একটি স্লোগান, আর আমরা এটার পালন করতে পারব না। ওনার এই বন্দেমাতরম বিরোধী মন্তব্যের পরেই সংসদ ভবনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সমাজবাদী সাংসদের এই বয়ানের পর বিজেপির সাংসদের তরফ থেকে সংসদে বন্দেমাতরম এর ধ্বনি তোলা হয়।
আরেকদিকে আজ মঙ্গলবার হায়দ্রাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলিমিন এর ( AIMIM ) এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসির শপথ গ্রহণের সময় সংসদে “জয় শ্রী রাম” আর ‘বন্দে মাতরম” এর ধ্বনি ওঠে। বিজেপি আর তাঁদের সহযোগী দল গুলোর সাংসদেরা সোমবার তৃণমূল কংগ্রেসের সাংসদের শপথ গ্রহণেও “জয় শ্রী রাম” আর ‘বন্দে মাতরম” এর ধ্বনি তোলেন। মঙ্গলবার বিজেপির সাংসদের এই ধ্বনি শুনে ওয়াইসি নিজের হাত তুলে আরও জোরে ধ্বনি দেওয়ার ইশারা করেন।
মঙ্গলবার সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি যখন শপথ নেওয়ার জন্য নিজের চেয়ার থেকে উঠে যান, তখন বিজেপি এবং এনডিএ এর দল গুলো ওনাকে দেখে “জয় শ্রী রাম” আর ‘বন্দে মাতরম” এবং ‘ ভারত মাতা কি জয়” এর ধ্বনি দেওয়া শুরু করে দেয়। এর জবাবে ওয়াইসি নিজের দুই হাত তুলে আরও জোরে ধ্বনি দেওয়ার জন্য উৎসাহিত করেন তাঁদের। ওয়াইসি নিজের শপথ পূরণ করার পর ‘জয় হিন্দ, জয় মিম, জয় ভিম আর আল্লাহ হু আকবর” এর স্লোগান দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Xmx9M0
Bengali News