রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ডাকা সর্বদলীয় বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিলেন। প্রধানমন্ত্রী মোদী দ্বারা ডাকা সর্বদলীয় বৈঠক নিয়ে সংসদিয় কার্যমন্ত্রী প্রহ্লাদ জোশী কে চিঠি লিখে এই কথা জানান মমতা ব্যানার্জী। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, তিনি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।
আরেকদিকে দলের ভাঙন রুখতে এবং আগামী পুরসভা ভোটের প্রস্তুতি নিতে আজ কলকাতায় দলের কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ওই বৈঠকে তিনি বলে, তৃণমূল কংগ্রেস কোন কমজোর দল না। ১৫ থেকে ২০ জন কাউন্সিলর দল ছাড়লে দলের কোন ক্ষতিই হবেনা। যদি দলের বিধায়কেরা তৃণমূল ছেড়ে যেতে যায়, তাহলে তাঁরা যেতে পারেন। আমি আমার দলে চোরেদের যায়গা দেবো না। যদি একজন দল ছেড়ে যায়, আমি ৫০০ জনকে দাড় করিয়ে দেবো।
West Bengal CM & TMC Chief Mamata Banerjee has written a letter to Parliamentary Affairs Minister Pralhad Joshi and informed him that she will be unable to attend the meeting of Presidents of all political parties, called by the Prime Minister, scheduled for tomorrow. (file pic) pic.twitter.com/u50VfHIg6T
— ANI (@ANI) June 18, 2019
আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদের প্রতিনিধিত্ব করা সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের ১৯ জুন সর্বদলীয় বৈঠকে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী ২০ জুন লোকসভা আর রাজ্যসভার সাংসদদের একটি বৈঠকের আয়োজন করেছেন।
West Bengal CM Mamata Banerjee in Kolkata: TMC is not a weak party. I don't care if 15-20 councillors leave the party after accepting cash. If party MLAs want to leave they can. We don't want thieves in our party. If one person leaves I will prepare 500 more. pic.twitter.com/2WKmPh2FWP
— ANI (@ANI) June 18, 2019
প্রহ্লাদ জোশী জানান যে, প্রধানমন্ত্রী মোদীর ১৯শে জুন বৈঠকে এক দেশ এক নির্বাচন এবং মহত্মা গান্ধির ১৫০ তম জন্মজয়ন্তী নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের মধ্যে দেশের হয়ে কাজ করার জন্য একত্রিত করার চেষ্টা করছেন। আর সেই জন্যই ২০ জুন সমস্ত লোকসভা আর রাজ্যসভার সাংসদদের বৈঠক ডাকা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2RrARic
Bengali News