দেশের অভ্যান্তরিন নিরপত্তা নিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি প্রসঙ্গ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে। সোমবার সকালে সন্দেশখালি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এরপরেই এই প্রসঙ্গ নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সাথে ছিলেন রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আইবি চিফ রাজীব জৈন এবং গোয়েন্দা কর্তারা।
ছত্তিসগড়ের নকশাল সমস্যা সমেত পশ্চিমবঙ্গের হিংসা নিয়েও আলোচনা হয় এদিন। রাজ্যের আইন শৃঙ্খলা এবং হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবং আইবি কর্তাকে রাজ্যের পরিস্থিতি নিয়ে কড়া নজর রাখার নির্দেশ দেন।
এর আগে লোকসভা নির্বানের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, রাজ্যের অভ্যান্তরিন ব্যাপার নিয়ে অযথা মাথা ঘামাচ্ছেন অজিত দোভাল। এছাড়াও পুলওয়ামা হামলার পর অজিত দোভালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা ব্যানার্জী। তিনি বলেছিলেন, উনি যখন দেশের এত বড় একটা পদে আছেন, তাহলে এই ব্যাপারে আগে থেকে উনি খবর পাননি কেন?
গত শনিবার সন্দেশখালি তে বিজেপি কর্মীদের হত্যার পর নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। রাজ্যে ভোট হিংসা নিয়ে তো আগেই উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্র সরকার। এবার এই ঘটনার পর আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্র। ভোট শেষ হওয়ার আগেই তৎকালীন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, ভোট পরবর্তি হিংসায় উত্তপ্ত হতে পারে পশ্চিমবঙ্গ। রাজ্যে চলতে পারে নরসংহার, প্রতিরক্ষা মন্ত্রকের সেই আশ্নকাই এখন সত্য হতে চলেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2KCheCq
Bengali News