সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন যে, কেন্দ্রের শাসক দল এবং বঙ্গ বিজেপির ক্যাডারেরা রাজ্য জুড়ে দাঙ্গা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, আর তাঁরা আমাদের সরকার ভাঙারও পরিকল্পনা করছে। উনি বলেন যে, ভারতীয় জনতা পার্টি আমাদের আওয়াজ দমানোর চেষ্টা করছে, কারণ আমি একাই বিজেপির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলেছি।
মমতা ব্যানার্জী সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘বিজেপি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে কোটি কোটি টাকা খরচ করছে। কেন্দ্র সরকার আর বিজেপির কর্মীরা সোশ্যাল সাইটের মাধ্যমে রাজ্য জুড়ে দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে।” উনি বলেন যে, দেশের কোন রাজ্যে হিংসা অথবা দাঙ্গা ছড়ালে রাজ্য সরকারের সাথে সাথে কেন্দ্র সরকারও দায়ি থাকে।
উনি এও বলেন যে, ‘যদি কোন রাজ্যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কেন্দ্র সরকার তাঁদের দ্বায়িত্ব ঝেড়ে ফেলতে পারেনা।” তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সন্দেশখালি হত্যা কাণ্ডে রাজ্য সরকারকে অ্যাডভাইজারি পাঠানোর জন্য কেন্দ্র সরকারকে আক্রমণ করেন।
মমতা ব্যানার্জী কেন্দ্র সরকারের উপর আক্রমণ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে হিংসার আবহাওয়া তৈরি করা আর দাঙ্গার পরিস্থিতি তৈরি করা পুরো গেম প্ল্যান। এভাবেই আমার আওয়াজকে দমানোর চেষ্টা করছে বিজেপি। কারণ ওঁরা এটা ভালো মতোই জানে যে, দেশে একমাত্র মমতা ব্যানার্জীই তাঁদের বিরুদ্ধে আওয়াজ তোলার ক্ষমতা রাখে। আমাদের সরকারকে ভাঙার ওদের চেষ্টা বিফলে যাবে।”
উনি বলেন, ‘ এই কারণেই আমার সরকারকে অ্যাডভাইজারি পাঠিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু আমি এবার কিছুই বলব না। কারণ সরকারের মুখ্য সচিব এর আগেই এই নিয়ে জবাব দিয়ে দিয়েছে।” আরেকদিকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে ছড়ানো অশান্তি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্র থেকে বলা হয়েছে যে, লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গে অবাধে সন্ত্রাস চলছে। আর রাজ্য সরকার সেই সন্ত্রাস রুখতে ব্যার্থ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2I5REEa
Bengali News