আবারও অশনি সঙ্কেত রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য। লোকসভা ভোটের আগে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিজেপি যোগ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। বিজেপি নেতা মুকুল রায় এর সাথে লুচি আলুরদম মিটিং করে জল্পনা বাড়িয়েছিলেন তৃণমূল নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। কিন্তু তিনি পরে আবার তৃণমূলের সাথে থাকার কথা বলে কিছুটা হলেও দলের চিন্তা কমিয়েছিলেন। এবার আবারও ওনার গরহাজিরি বিজেপি যোগের জল্পনা বাড়িয়ে তুলল।
আজ বিধাননগর কর্পোরেশনের বোর্ড মিটিং ডাকা হয়েছিল। ওই মিটিংয়ে তৃণমূলের সমস্ত কাউন্সিলরের উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই মিটিংয়ে মেয়র সব্যসাচী দত্ত সমেত তৃণমূলের ২৫ কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। এই ঘটনার পর আবারও জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।
সব্যসাচী দত্তকে ফোন করে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করা হলে, ওনাকে ফোনে পাওয়া যায়নি। অবশেষে তৃণমূলের ১৬ কাউন্সিলর কে নিয়ে মিটিং সম্পন্ন করতে হয়। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত মুকুল রায় ঘনিষ্ঠ বলেই জানে রাজনৈতিক মহল। কিন্তু মুকুল রায় দল ছারলেও উনি তৃণমূলেই থেকে যান। কিন্তু তৃণমূলে থেকে ওনার মুকুল প্রীতি বারবার অস্বস্তিতে ফেলেছে দলকে।
ওনার এই মুকুল ঘনিষ্ঠতার জন্য গত লোকসভা নির্বাচনে ওনাকে দলের কোন দ্বায়িত্ব দেওয়া হয়নি। এমনকি ওনার নিজের বিধানসভা এলাকা নিউটাউনেও উনি ভোট প্রচারে ঠুঁটো জগন্নাথ হয়েই বসেছিলেন। ৪১ আসন বিশিষ্ট বিধান নগর পুরসভার সব কটি আসনই তৃণমূলের দখলে। এর মধ্যে সব্যসাচী দত্তের নেতৃত্বে ২৫ জন কাউন্সিলর যদি বিজেপিতে যোগদান করেন। তাহলে এই পুরসভাতেও সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZnfvoV
Bengali News