ভারতের সাংসদ এমন একটা স্থান যেখানে ভারতের নেতা মন্ত্রীরা সংবিধান ও ঈশ্বরের শপদ নেন। ভারতের অখণ্ডতা বজায় রাখার জন্য তথা ভারতের সব প্রান্তকে একসাথে জুড়ে রাখার জন্য শপদ গ্রহণ করেন নির্বাচিত সাংসদ মন্ত্রীরা। শপদ গ্রহণ যে কোনো ভাষাতেই করা যেতে পারে। আগে বেশিরভাগ সাংসদ ইংরাজি ভাষায় শপদ নিত কিন্তু এখন ভারতের বহু সাংসদ নিজ নিজ ক্ষেত্রের ভারতীয় ভাষায় শপদ গ্রহণ করেন যা ভারত দেশের জন্য একটা ভালো লক্ষণ, কারণ ইংরাজি ভাষার প্রাধান্যকে সরিয়ে মাতৃভাষাগুলিকে গুরুত্ব দেওয়া অতি আবশ্যক কাজ।
সম্প্রতি লোকসভায় কিছু সাংসদ সংস্কৃতি ভাষায় শপদ নিয়েছিলেন যা দেশের জন্য গর্বের বিষয়। তবে ভারতীয় ভাষায় শপদ নেওয়াকে মোটেও মেনে নিতে পারছেন না সোনিয়া গান্ধী। আসলে কেরালার এক সাংসদ কোডিকুনেল সুরেশ হিন্দি ভাষায় শপথ নিয়েছিলেন। যারপর UPA চেয়ারম্যান সোনিয়া গান্ধী(আন্তোনিয়া মাইনো) রেগে যান। শপদ গ্রহণ সম্পন্ন হওয়ার পর কেরলের ওই সাংসদকে উনি তলব করেন।
আসলে ইংরেজরা যে সময় ভারতে রাজ করেছিল সেই সময় তারা ইংরাজি ভাষাকে ভারতীয় ভাষার উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। একই সাথে ভারতের ভাষাগুলি নিয়ে যাতে নিজেদের মধ্যে ভারতীয়রা দ্বন্দে জড়িয়ে পড়ে তার পেছনেও ষড়যন্ত্র করেছিল। এমনকি ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার সময়তেও কংগ্রেস পার্টিকে তাদের নীতি চালিয়ে যাওয়ার কথা বলেছিল। ঠিক এই কারণে নেহেরু সংস্কৃতি ভাষাকে দেশজুড়ে লাগু করার বিরোধিতা করেছিলেন।
আর এখনও সোনিয়া গান্ধীর নেতৃত্ব কংগ্রেস ওই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যার জন্য উনি সংসদে হিন্দি ভাষায় শপদ গ্রহণের বিরোধীতা করেছেন। কংগ্রেস পার্টির ওই সাংসদকে সোনিয়া গান্ধী তলব করেছেন এবং তাকে বলেছেন শপদ হিন্দি ভাষায় নেওয়া যাবে না। সোনিয়া গান্ধী চান ভারতের মধ্যে ভাষা গুলির দ্বন্দ লেগেই থাকুক এবং বিদেশী ভাষা ইংরাজি প্রাধান্য পাক।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2L5Gd1k
Bengali News