রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার বলেন ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা” প্রকল্প অনুযায়ী, আগামী তিন বছরে ভারতের গ্রামে দুই কোটি নতুন ঘর বানানো হবে। সংসদের দুই সদনকে সম্বোধিত করার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, গ্রামীণ এলাকা গুলোতে প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুযায়ী হওয়া নতুন ঘরের রেজিস্ট্রেশনে মহিলাদের প্রাথমিকতা দেওয়া হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘এই যোজনার মাধ্যমে আগামী তিন বছরে গ্রামে প্রায় দুই কোটি নতুন ঘর বানানো হবে।” রাষ্ট্রপতি বলেন, ‘উজ্বলা যোজনার” মাধ্যমে ধুয়ো থেকে মুক্তি, ‘মিশন ইন্দ্র ধনুশ” এর মাধ্যমে টীকাকরন, ‘সৌভাগ্য” যোজনার মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ, এই সমস্ত সুবিধার সর্বাধিক লাভ গ্রামীণ মহিলারা পেয়েছেন। উনি ওনার ভাশনে শহুরে পরিবহণের পরিকাঠামো উন্নত করার কথাও বলেন।
রাষ্ট্রপতি বলেন, শহুরে পরিবহণের পরিকাঠামো আজকের প্রয়োজনের সাথে সাথে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে। উনি বলেন, পরিকাঠামো নির্মাণের সাথে সাথে শহরে দূষণের সমস্যার সমাধানেও জোর দেওয়া হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘মোদী সরকার এমন এক পরিবহণ ব্যাবস্থার নির্মাণ করতে যাচ্ছে, যেখানে গতি আর সুরক্ষার সাথে সাথে ভারতের পরিবেশেরও খেয়াল রাখা হবে। আর এর জন্য সার্বজনীন পরিবহনকে মজবুত করার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে। অনেক শহরেই মেট্রো নির্মাণে গতি আনা হয়েছে।
উনি বলেন, ওয়ান নেশন – ওয়ান কার্ড এর ব্যাস্থা শুরু করা হয়েছে। এরকম ভাবেই দূষণ মুক্ত যাতায়াত এর জন্য ইলেক্ট্রিক বাহন গুলোর প্রচার করা হচ্ছে। শহর গুলোতে ইলেক্ট্রিক চার্জিং স্টেশন বানানোর কাজ দ্রুত গতিতে চলছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31LMCET
Bengali News